![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shah Rukh Khan: সোফা কেনার সামর্থ্য ছিল না, কীভাবে প্রথম সংসার পেতেছিলেন শাহরুখ-গৌরী
Shah Rukh Khan News: সেইসময় গৌরী অন্তঃসত্ত্বা ছিলেন। বাধ্য হয়েই শাহরুখকে একটি নতুন বাড়ি কিনতে হয়। এতে বেশ আর্থিক সমস্যায় পড়েন শাহরুখ ও গৌরী।
![Shah Rukh Khan: সোফা কেনার সামর্থ্য ছিল না, কীভাবে প্রথম সংসার পেতেছিলেন শাহরুখ-গৌরী Shah Rukh Khan: Shah Rakh Khan recalls when Gauri Khan started designing out of necessity We went to buy a sofa, was too expensive, Know in details Shah Rukh Khan: সোফা কেনার সামর্থ্য ছিল না, কীভাবে প্রথম সংসার পেতেছিলেন শাহরুখ-গৌরী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/21/948f06bfb1ebebe8d57ebcc6abffa91b168208924106949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শূন্য থেকে শুরু করে বলিউডের বাদশা, বলিউডের বাদশা.. সহজ ছিল না শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর সাফল্যের রাস্তাটা। যখন তাঁর অভিনয়ের জগতে পা, গৌরীর সঙ্গে প্রেম, তখন তিনি লড়াই করছেন নিজের কেরিয়ার নিয়ে। অভিনয়ে যখন নিজের জায়গা তৈরি করতে মরিয়া শাহরুখ, তখন উপার্জনের পথে হেঁটেছিলেন গৌরীও। সেই সময়ের কথাই তুলে ধরলেন কিং খান।
সেইসময় গৌরী অন্তঃসত্ত্বা ছিলেন। বাধ্য হয়েই শাহরুখকে একটি নতুন বাড়ি কিনতে হয়। এতে বেশ আর্থিক সমস্যায় পড়েন শাহরুখ ও গৌরী। বাড়ি কেনা হলেও অন্দরসজ্জা করার মতো সামর্থ্য ছিল না তাঁদের কারোরই। শাহরুখ বলেছিলেন, 'তখন আরিয়ান জন্ম নেবে। আমাদের আরও একটু জায়গা দরকার ছিল বাড়ির মধ্যে। সেই কারণে বাড়ি কেনা হয়।' শাহরুখ আরও জানান, সেইসময়েই গৌরী অন্দরসজ্জার শিক্ষা নিচ্ছিলেন। ডায়েরিতে এঁকে ঘর সাজাতেন তিনি। সেইসময় তিনি পরিকল্পনা করেছিলেন ঘরে একটি সোফা রাখার। তিনি ও শাহরুখ সেই সোফা কিনতেও যান। কিন্তু তার দাম ছিল বাজেটের বাইরে। বাধ্য হয়ে সোফা না কিনেই ফিরে আসেন তাঁরা। অপেক্ষা করতে থাকেন, কখন একজন মিস্ত্রি এসে গৌরীর পরিকল্পনা মতো একটা সোফা তৈরি করে দেবে।
সদ্য 'জওয়ান'-এর সেট থেকে প্রকাশ্যে এসেছে শাহরুখ ও দীপিকার শ্যুটিংয়ের দৃশ্য। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে শাহরুখ ও দীপিকা দুজনেই সাদা শার্ট ও কালো জিন্স পরেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যানপেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ছবি। টপ নট করে বাঁধা ছিল দীপিকার লম্বা চুল। উইঙ্কড আই লাইনারে তাঁকে দারুণ দেখাচ্ছিল। এর আগেও 'জওয়ান'-এর সেট থেকে যে ছবি ভাইরাল হয়েছিল, সেখানে ব্যান্ডেজে ঢাকা ছিল শাহরুখের মুখ। তবে ই ছবি যথারীতি নায়কচিত।
২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। 'জওয়ান' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় - হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। প্রসঙ্গত, 'পাঠান' ও 'জওয়ান' ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি, রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি'। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর (Tapsee Pannu) সঙ্গে কাজ করবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)