Jawan: অবশেষে প্রকাশ্য়ে এল 'জওয়ান' মুক্তির তারিখ
Jawan: ২রা জুন মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খানের ছবি 'জওয়ান'-এর।
![Jawan: অবশেষে প্রকাশ্য়ে এল 'জওয়ান' মুক্তির তারিখ Shah Rukh Khan starrer Jawan to release on August 25 Jawan: অবশেষে প্রকাশ্য়ে এল 'জওয়ান' মুক্তির তারিখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/05/0941edf00ab8efc85471fb6a18739960168326060106647_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শাহরুখ খানের ছবি 'জওয়ান' নিয়ে প্রথম থেকেই দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। ২রা জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশেষ কিছু কারণে পিছিয়ে গেছিল ছবি মুক্তি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সূত্রে খবর ছিল, এই ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবির টিমের তরফে। পাশাপাশি, জানাযাচ্ছিল ২৯শে জুন মুক্তি পেতে পারে এই ছবি। তবে সব জল্পনার অবসান করে অবশেষে প্রকাশ্য়ে এল ছবি মুক্তির তারিখ। জানাযাচ্ছে আগামী ২৫শে আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন...
রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?
প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। 'জওয়ান' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় - হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। প্রসঙ্গত, 'পাঠান' ও 'জওয়ান' ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি, রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি'। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর (Tapsee Pannu) সঙ্গে কাজ করবেন।
উল্লেখ্য়, গোটা মুখে ব্যান্ডেজ সমতে 'জওয়ান'-র পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। তারপরও শুটিং সেট থেকে ভাইরাল হয় অভিনেতার একটি ছবি। একাধিক ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা,বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'। এই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা বয়েছিল। সকলেই উত্তেজিত ছিলেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লিখেছেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।'
আরও পড়ুন...
অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে
শোনাযাচ্ছিল এই ছবিতে নাকি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। কিন্তু তারপর জানা গেছে, এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অল্লু অর্জুন। ঘনিষ্ঠ সূত্রে খবর, অল্লু অর্জুনকে তাঁর চরিত্র শোনানো হয়েছিল, কিন্তু ব্যস্ত শিডিউলের জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আপাতত অত্যন্ত ব্যস্ত অল্লু অর্জুন এবং তাঁর 'পুষ্পা: দ্য রুল'-এর জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। সেই ছবির শ্যুটিংও চলছে। সেই সঙ্গে আরও দুটি বড় ছবির শ্যুট শেষ করতে হবে তাঁকে, খবর এমনটাই। সূত্রের খবর, তিনি 'জওয়ান'-এর চরিত্রটা নিয়ে ভেবেওছিলেন খানিক, কিন্তু তারপরও সময়ের অভাবে প্রস্তাব ফেরান। যদিও এই খবরে মন ভেঙেছে হাজারো অনুরাগীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)