Dunki: 'ডাঙ্কি' ছবির সেট থেকে শাহরুখ-তাপসীর ফার্স্ট লুক ফাঁস
Dunki First Look: এবার ছবির সেট থেকে শাহরুখ ও তাপসীর ফার্স্ট লুক প্রকাশ্যে এলো।
মুম্বই: প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এর আগে দর্শকেরা রাজকুমার হিরানির 'মুন্নাভাই এমবিবিএস', কিংবা 'থ্রি ইডিয়টস', অথবা 'পিকে'র মতো ছবি পরিচালনা করেছেন। বক্স অফিসে ঝড় তোলা সেই সব ছবির পর বলিউডেক কিং খানকে নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক। ছবির নাম 'ডাঙ্কি' (Dunki)। যা ইতিমধ্যেই জানা গিয়েছে। এটাও জানা গিয়েছে যে, শাহরুখ খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন তাপসী পান্নু (Taapsee Pannu)। স্বাভাবিকভাবেই তাপসী পান্নুর কাছে এটি বড় একটি সুযোগ। সে সম্পর্কে আগেও নিজের প্রতিক্রিয়া দিয়েছেন তাপসী। আর এবার ছবির সেট থেকে শাহরুখ ও তাপসীর ফার্স্ট লুক প্রকাশ্যে এলো।
'ডাঙ্কি' ছবি থেকে প্রকাশ্যে শাহরুখ - তাপসীর লুক-
সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কয়েকজন নেট নাগরিক বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে শাহরুখ খান ও তাপসী পান্নুকে। ছবিগুলি পোস্ট করে বলা হচ্ছে, সেগুলি 'ডাঙ্কি' ছবির সেট থেকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ছবি সম্পর্কে কিছু জানা হয়নি। অথবা অফিশিয়ালি কোনও ছবি পোস্ট করা হয়নি। ছবিতে শাহরুখ খানকে দেখা যাচ্ছে চেক শার্ট, লাল রঙের একটি জ্যাকেট ও জিনসে। অন্যদিকে, তাপসী পান্নু পরেছেন গোলাপি রঙের একটি পুলওভার। তাপসীর পিঠে রয়েছে ব্যাগ। কিং খানের সঙ্গেও রয়েছে ব্যাগ। ছবি প্রকাশ্যে আসতেই কিং খানের অনুরাগীরা অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘদিন পরে তাঁরা প্রিয় অভিনেতাকে পর্দায় দেখতে চলেছেন। তাই তাঁদের উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। কিং খানের ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, 'ডাঙ্কি' ছবিটি মূলত তৈরি হচ্ছে অভিবাসনকে কেন্দ্র করে। যেখানে এক পঞ্জাবি ছেলেকে দেখা যাবে কানাডাতে যেতে। অন্য দেশে যাওয়ার কারণে তাঁকে কোন কোন সমস্যায় পড়তে হয়, তাই তুলে ধরা হবে এই ছবিতে। জানা যাচ্ছে, 'ডাঙ্কি' ছবিটির অনেকটা শ্যুটিং হবে ইউরোপে। আগামী বছর ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। এখনও পর্যন্ত জানা গিয়েছে এমনটাই। শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এই ছবির সহ-প্রযোজকও বটে।
আরও পড়ুন - Bigg Boss 16: 'বিগ বস ১৬'র অন্দরমহলের ছবি ফাঁস, কোন থিমে সাজছে সলমন খানের শো?
অন্যদিকে, দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে শীঘ্রই বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে। ইতিমধ্যেই তাঁর 'পাঠান', 'জওয়ান' ও 'ডাঙ্কি' ছবিগুলির ঘোষণা করা হয়েছে। শোনা যাচ্ছে, সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও সম্প্রতি 'ডন থ্রি' আসারও গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।