Shah Rukh Khan on Twitter: দীর্ঘদিন পর ট্যুইটারে 'Ask SRK' নিয়ে ফিরলেন শাহরুখ, কী জবাব দিলেন অনুরাগীদের?
Shahrukh Khan on Twitter: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি 'পাঠান' একটি অ্যাকশন থ্রিলার। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি, ২০২৩-এ।
নয়াদিল্লি: বুধবারই প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'পাঠান'-এর (Pathaan) প্রথম লুক। টিজারেই ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখ। এরপরেই কিং খানের 'কামব্যাক' ট্যুইটারে। বুধবার শুরু করলেন তাঁর সেই পুরনো প্রশ্নোত্তর পর্ব - 'আস্ক এসআরকে' (Ask SRK)। সঙ্গে সঙ্গে হাজির তাঁর অগুনতি অনুরাগী। চলল লম্বা প্রশ্নোত্তর পর্ব। নজর কাড়ল বিশেষ কিছু প্রশ্ন ও তার উত্তর।
'আস্ক এসআরকে'-তে আজ স্বাভাবিকভাবেই বহু প্রশ্ন আসছিল 'পাঠান' ছবিকে ঘিরে। এক অনুরাগী প্রশ্ন করেন, 'এতদিন পর শ্যুটিং সেটে গিয়ে কেমন লাগছে?' জবাবে কিং খান লেখেন, 'আমি শুধু সিনেমা ভালবাসি ও সিনেমায় বাঁচি... সেটই আমার বাড়ি। তো বাড়ি ফেরার মতো অনুভূতি ছিল।'
I only love and breathe films….set is where I belong. So it was like going back home. https://t.co/lCZL8W6HRm
— Shah Rukh Khan (@iamsrk) March 2, 2022
অপর এক অনুরাগী জিজ্ঞেস করেন '৫ বছর' ছবি ঘোষণা করে কেমন লাগছে তাঁর। শাহরুখ লেখেন, 'আমার নতুন বা অবাক লাগেনি। যখন তোমাদের মতো মানুষের মনে কেউ থাকে... তখন নিজেকে মিস করা যায় না।'
It didn’t feel new or strange. When u are in the hearts of people like you…you don’t miss you!!! #Pathan https://t.co/hLFvCqkDCl
— Shah Rukh Khan (@iamsrk) March 2, 2022
২০১৮ সালের 'জিরো' ছবিতে শেষবার শাহরুখ খানকে দেখা গিয়েছিল। কিন্তু সেই ছবি বিশেষ মন জয় করতে পারেনি দর্শকদের। অনুরাগীদের আশা পূরণ প্রসঙ্গে কিং খান বলেন, 'খানিক তুমি মানিয়ে নিও, খানিক আমি করে দেব... সব আশা পূরণ হয়ে যাবে তারপর।'
Thoda tum adjust kar lena thoda main kar dunga…all expectations will get done then. #Pathaan https://t.co/oce6KMd9uy
— Shah Rukh Khan (@iamsrk) March 2, 2022
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি 'পাঠান' একটি অ্যাকশন থ্রিলার। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি, ২০২৩-এ।
আরও পড়ুন: Prithviraj New Release Date: ঘোষণা হল 'পৃথ্বীরাজ' ছবির নতুন মুক্তির দিন