Highest Paid Indian Actors: শীর্ষে শাহরুখ, মোট সম্পত্তি ও পারিশ্রমিকের নিরিখে তালিকায় সলমন-আমির-অল্লু অর্জুন-রজনীকান্ত-অক্ষয়
Richest Actors Of India: IMDb-র তথ্যের নিরিখে একটি তালিকা প্রকাশ করা হয়েছে ফোর্বসের (Forbes) তরফে, যেখানে চোখ রাখলেই পরিষ্কার হবে ভারতীয় ইন্ডাস্ট্রির কোন কোন তারকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান।
নয়াদিল্লি: দীর্ঘ এক শতকেরও বেশি সময় ধরে ভারতের ভিস্যুয়াল মিডিয়ার (Indian Visual Media) এক অনন্য স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে বলিউড (Bollywood)। বিশাল সংখ্যক হিন্দিভাষী দর্শকের পাশাপাশি এই ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের কোটি খানেক দর্শকের মনোরঞ্জন করে আসছে বছরের পর বছর ধরে। ফলে অনেকেই ধরে নেন যে ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক (Highest Paid) প্রাপ্ত তারকারাই বলিউডের। যদিও বিগত কয়েক বছরে 'বাহুবলী', 'আর আর আর' বা 'পুষ্পা'র মতো দক্ষিণী ছবির দেশজুড়ে বিপুল সাফল্য সেই চিত্র অনেকটাই বদলে দিয়েছে। দুর্দান্ত গল্প বলার ধর, চোখ ধাঁধানো অ্যাকশন সিক্যুয়েন্স থেকে মন মাতানো গান বা ঝাঁ চকচকে সেট ও নাচের তালে মজেছে গোটা দেশ এবং বিশ্ববাসীও। ফলে ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি ব্যবসা এনে দেওয়া দক্ষিণ ভারতীয় অভিনেতার (South Indian Stars) সংখ্যা নেহাত কম নয়। সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে প্রথম দশেও দাপাচ্ছেন দক্ষিণী তারকারাই।
ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা-অভিনেত্রী কারা?
IMDb-র তথ্যের নিরিখে একটি তালিকা প্রকাশ করা হয়েছে ফোর্বসের (Forbes) তরফে, যেখানে চোখ রাখলেই পরিষ্কার হবে ভারতীয় ইন্ডাস্ট্রির কোন কোন তারকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান। তাতে বলিউডের তারকাদের পাশাপাশি স্থান করে নিয়েছেন দক্ষিণের তারকারাও।
এই তালিকার শীর্ষেও রয়েছেন বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে তালিকায় স্থান পেয়েছেন সলমন খান (Salman Khan), আমির খানের (Aamir Khan) সঙ্গে অল্লু অর্জুন (Allu Arjun), রজনীকান্ত (Rajinikanth), অক্ষয় কুমারও (Akshay Kumar)।
বলিউডের কিং খান তিনি। ফলে তাঁর চাহিদা যে বেশি হবে তা বলাই বাহুল্য। কেরিয়ারে ফ্লপ থাকলেও ৫৮-র দোরগোড়ায় এসে ১ বছরে পরপর তিন তিনটি ব্লকবাস্টার হিট দেওয়ার ক্ষমতা, কতজনই বা রাখেন? 'পাঠান', 'জওয়ান' প্রায় বিশ্বজুড়ে ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে। ফের 'রাজা'র স্থানে বসেছেন তিনি। তাঁর শেষ ছবি 'ডাঙ্কি'ও বেশ ভালই ব্যবসা করেছে। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তিনি। মোট সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছেন সলমন খান। শাহরুখের পরেই নিজের স্থান ধরে রাখলেও সম্পত্তির অঙ্কের নিরিখে অনেকটাই পিছিয়ে বলিউডের ভাইজান। তাঁর শেষ ছবি 'টাইগার ৩' বিশ্বজুড়ে ৪৬৬.৬৩ কোটির ব্যবসা করেছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯০০ কোটি। তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। একের পর এক ফ্লপ ছবি রয়েছে তাঁর সাম্প্রতিক কর্মজীবনে। তবে 'ওএমজি ২' ছবি বিশ্বজুড়ে ২২১ কোটি টাকার ব্যবসা করে 'A' রেটেড হওয়া সত্ত্বেও। তাঁর সম্পত্তির পরিমাণ আড়াই হাজার কোটি টাকা।
চতুর্থ স্থানে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। 'দঙ্গল' বা 'পিকে'র মতো হিট পাননি তিনি তেমন। 'লাল সিংহ চাড্ডা' মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে। যদিও তাঁর কামব্যাকের অপেক্ষায় অনুরাগীরা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৮৬২ কোটি টাকা। এরপর তালিকায় আছেন দক্ষিণের তারকা অভিনেতা জোসেফ বিজয় ওরফে থলপতি বিজয়। প্রায় ২ দশকের বেশি সময় ধরে তিনি সিনেমার সঙ্গে যুক্ত। তাঁর 'বারিসু' ও 'লিও' যথাক্রমে বিশ্বজুড়ে ৩০০ কোটি ও ৬১২ কোটির ব্যবসা করেছে। 'লিও' গতবছরের সবচেয়ে বেশি ব্যবসা করা তামিল ছবি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৭৪ কোটি টাকা।
এরপর তালিকায় রয়েছেন 'থালাইভা' ওরফে রজনীকান্ত। দক্ষিণ ভারতে তাঁর সম্মানের কথা সকলেই জানেন। তাঁর শেষ হিট ছবি 'জেলার' প্রায় ১১০ কোটি টাকার ব্যবসা করে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ কোটি টাকা। এরপর তালিকায় রয়েছেন অল্লু অর্জুন। 'পুষ্পা ২'-এর অপেক্ষায় দেশবাসী যখন প্রহর গুনছে, তখন ফিরে দেখা যাক 'পুষ্পা ১'-এর দিকে। এই ছবি কোভিড পরবর্তীকালে দর্শককে হলমুখী করতে বিশাল ভূমিকা নিয়েছিল। রেকর্ড ভাঙে ছবির ব্যবসা ও জনপ্রিয়তা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৫০ কোটি টাকা। এছাড়া 'বাহুবলী' প্রভাসের মোট সম্পত্তির পরিমাণ ২৪১ কোটি টাকা। অজিত কুমারের মোট সম্পত্তির পরিমাণ ১৯৬ কোটি টাকা। কমল হাসানের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকা।
কে কত পারিশ্রমিক নেন?
শাহরুখ খান - ১৫০ কোটি থেকে ২৫০ কোটি
রজনীকান্ত - ১৫০ কোটি থেকে ২১০ কোটি
জোসেফ বিজয় - ১৩০ কোটি থেকে ২০০ কোটি
প্রভাস - ১০০ কোটি থেকে ২০০ কোটি
আমির খান - ১০০ কোটি থেকে ১৭৫ কোটি
সলমন খান - ১০০ কোটি থেকে ১৫০ কোটি
কমল হাসান - ১০০ কোটি থেকে ১৫০ কোটি
অল্লু অর্জুন - ১০০ কোটি থেকে ১২৫ কোটি
অক্ষয় কুমার - ৬০ কোটি থেকে ১৪৫ কোটি
অজিত কুমার - ১০৫ কোটি (আনুমানিক)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।