Shah Rukh Khan: মঞ্চে ছেলে, পিছনের সারিতে শাম, শাহরুখে কথায় সমস্ত স্পটলাইট ঘুরল ভিকির বাবার দিকে
Shah Rukh Khan and Shyam Kaushal: অনুষ্ঠান শেষে ছেলে ভিকির সঙ্গে দেখা হয় শামের। পরিচালক তখন প্রশ্ন করেন, এটা তাঁদের চিত্রনাট্যের অংশ ছিল কি না ? অবাক ভিকি জানান, একেবারেই না
![Shah Rukh Khan: মঞ্চে ছেলে, পিছনের সারিতে শাম, শাহরুখে কথায় সমস্ত স্পটলাইট ঘুরল ভিকির বাবার দিকে Shah Rukh Khan: When Shah Rukh Khan's Gesture Made Vicky Kaushal And His Father Sham Kaushal Emotional Shah Rukh Khan: মঞ্চে ছেলে, পিছনের সারিতে শাম, শাহরুখে কথায় সমস্ত স্পটলাইট ঘুরল ভিকির বাবার দিকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/21/d9b2897294da4b704c6f87d6fec9de68166107990698349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তিনি সবসময়, সবার থেকেই আলাদা । তাঁর বাচনভঙ্গি থেকে শুরু করে চিন্তাধারা, সবই মুগ্ধ করে অনুরাগীদের । তবে কেবল অনুরাগীরা নন, মাঝেমধ্যেই কিং খানের (King Khan) ব্যবহার মুগ্ধ করে ইন্ডাস্ট্রির মানুষজনেদেরও । তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সম্পর্কে একটি ঘটনা শেয়ার করে নিলেন ভিকি কৌশল (Vicky Kaushal)-এর বাবা পরিচালক শাম কৌশল (Shyam Kaushal)।
একটি সাক্ষাৎকারে শাম কৌশল জানান, একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে সঞ্চালনা করছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal )। ছেলের সঞ্চালনা দেখতে অনুষ্ঠানে হাজির ছিলেন শাম কৌশল । অনুষ্ঠানের আয়োজকদের কথা মতো পঞ্চম বা ষষ্ঠ সারিতে বসেছিলেন শাম । অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চে আসেন শাহরুখ ও ভিকি । সঞ্চালনার শুরুর দিকেই শাহরুখ বলে ওঠেন যে, কেরিয়ারের একেবারে শুরুর দিকে শাম কৌশল তাঁকে অনেকরকম সাহায্য করেছেন । শাহরুখ নাকি অনেক কিছু শিখেছেন শাম কৌশলের থেকে । এরপর কিং খান জানতে চান, দর্শকাসনে ঠিক কোথায় বসে রয়েছেন শ্যাম? সমস্ত স্পটলাইট তখন শামের দিকে । বলিউড অ্যাকশন পরিচালক ও পাশে বসা স্ত্রী বীণার তখন চোখে জল । জীবনের অনেক সম্মান, অনেক পুরস্কার পেয়েছেন শাম । কিন্তু সেদিনের শাহরুখ খানের তাঁকে দেওয়া সম্মান কখনও ভুলতে পারেন না শাম ।
আরও পড়ুন: Parambrata Chatterjee: পলিটিক্যাল থ্রিলারে 'শিবপুর', শ্যুটিং শেষে কেক কাটলেন পরমব্রত - স্বস্তিকা
গল্পের শেষ এখানেই নয়। অনুষ্ঠান শেষে ছেলে ভিকির সঙ্গে দেখা হয় শামের। পরিচালক তখন প্রশ্ন করেন, এটা তাঁদের চিত্রনাট্যের অংশ ছিল কি না ? অবাক ভিকি জানান, একেবারেই না । কেবল শো-এর জন্য তৈরি হতে নিজের ভ্যানিটি ভ্যানে যাচ্ছিলেন শাহরুখ । তখনই তাঁর দেখা হয় ভিকির সঙ্গে । শাহরুখ ভিকিকে প্রশ্ন করেন, তাঁর বাবা শো দেখতে আসছেন কি না? ভিকি জানান, তাঁর বাবা আসছেন । শাহরুখ তখন তাঁর মায়ের কথা জানতে চান । ভিকি জানান, তাঁর মা-ও এসেছেন । তখন কেবল শাহরুখ তাঁর থেকে তাঁর মায়ের নাম জেনে নেন ।
এরপর শো-এর চিত্রনাট্যের বাইরে গিয়ে শাম ও বীণা কৌশলকে সম্মানিত করার জন্যই তাঁদের কথা উল্লেখ করেন শাহরুখ । আর শাহরুখের এই ব্যবহারে মুগ্ধ শাম কৌশল । এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা শেয়ার করে শাম বলেন, 'শাখরুখের থেকে সম্মান দেওয়া শেখা উচিত ইন্ডাস্ট্রির'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)