Shah Rukh Khan: গলা থেকে ঠিকরে পড়ছে দ্যুতি! আইপিএলের উদ্বোধনে শাহরুখের বহুমূল্য নেকলেসই ছিল শো-স্টপার
IPL Opening Ceremony 2025: শাহরুখের স্টাইলিস্ট শালিনা নাথানি গয়না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন। আর তারই ফল কলকাতারবাসীর চোখ ধাঁধিয়ে দেওয়া এই ‘ব্লাইন্ডিং’ নেকলেস।

কলকাতা: শুধু কলকাতা কেন, গোটা দেশই শাহরুখ খানের নামেই স্বপ্ন দেখে। তাঁকে একবার সামনে থেকে দেখতে পাওয়ার যেন স্বপ্নপূরণের মতোই। শনিবার সেই সুযোগ মিস করতে চায়নি কলকাতা। ইডেন গার্ডেন্সের ৬৫ হাজারের গ্যালারি ছিল কানায় কানায় ভরপুর। নাহ.. আকর্ষণ শুধু কলকাতা নাইট রাইডার্স আর রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা নয়, আকর্ষণ শুধুমাত্র বিরাট কোহলি নন... এদিন সন্ধের শো স্টপার ছিল আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান। তিনি চিরকালই স্পটলাইট কাড়তে জানেন। এদিনও তাঁর ব্যতিক্রম হল না। কালো পোশাকে নজর কাড়লেন শাহরুখ, কিন্তু তাঁর পোশাকে, সাজে ছিল এমন কি বিশেষত্ব যা সেই সন্ধের সবার নজর কেড়ে নিয়েছিল? শাহরুখের সাজে এদিন বিশেষত্ব যোগ করেছিল, গলার দুই নরির ‘ব্লাইন্ডিং’ হীরের হার।
কি এই হারের বিশেষত্ব? শাহরুখের স্টাইলিস্ট শালিনা নাথানি গয়না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন। আর তারই ফল কলকাতারবাসীর চোখ ধাঁধিয়ে দেওয়া এই ‘ব্লাইন্ডিং’ ডায়মন্ড নেকলেস। হীরের আকার আর আকৃতির কারণেই এই ধরনের হীরের ঔজ্জ্বল্য হয় কয়েক গুণ বেশি। সাধারণত হীরে পাওয়া যায় মাটির তলদেশ থেকে, খনি থেকে। হীরে সাধারণত এত ঝলমলে অবস্থায় পাওয়া যায় না। কাটিং ও পালিশের মাধ্যমে হীরেকে চকচকে করে তোলা হয়। শাহরুখের এই ‘ব্লাইন্ডিং’ নেকলেসের মূল বিশেষত্ব হল হীরের কাটিং ও তার ঔজ্জ্বল্য। শনিবার ইডেনে শাহরুখের কালো পোশাকের ছটা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল এই ‘ব্লাইন্ডিং’ নেকলেস।
শাহরুখের সাজের চমক এখানেই শেষ ছিল না। শাহরুখ কানে পরেছিলেন একটি রুপোর কাফ, তাতেও ছিল হীরে বসানো। ডান হাতে ছিল হিরেখচিত টেনিস ব্রেসলেট ও বাম হাতে ছিল ঘড়ি। কোমরে ছিল রূপোলি বাকল দেওয়া কালো বেল্ট আর চোখে রোদচশমা। শাহরুখের পোশাক ও এদিন ছিল সম্পূর্ণ কালো। কালো প্যান্ট, শার্ট আর কালো চামড়ার জ্যাকেট। সব মিলিয়ে এদিন শাহরুখের সাজে কোনও খুঁত থাকার কথা নয়। থাকবেই বা কেন? কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। যে নাইটরা গতবারের বিজয়ী, সেই নাইটদের ঘরের মাঠেই বাজল আইপিএলের দামামা। আগামী ২ মাস ক্রিকেটপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ বাইশ গজ আর বিনোদনের ককটেলকে চেটেপুটে নেওয়ার। এদিন আইপিলএল-এর প্রথম ম্যাচের শেষে অবশ্য রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে নাইটদের হার শাহরুখের রাজকীয় ছটা কিছুটা ম্লান করে দিয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
