Sushant Singh Rajput: সুশান্তকে ভুল ওষুধ খাওয়াতেন দিদি? রিয়ার অভিযোগের কী উত্তর দিল সিবিআই?
Sushant Singh Rajput News: সুশান্তের পরিবার রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিল। পাল্টা রিয়া চক্রবর্তী ও অভিযোগ করেছিলেন সুশান্তের পরিবারের তরফ থেকে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে

কলকাতা: দীর্ঘ ৫ বছর পরে সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর মামলায় ইতি টেনেছে সিবিআই। জমা দিয়েছে ক্লোজার রিপোর্ট। সেখানে বলা রয়েছেন তরুণ এই অভিনেতা আত্মহত্যাই করেছিলেন। তাঁকে কেউ আত্মহত্যার জন্য প্ররোচনা দেয়নি। এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন অভিনেত্রী ও সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও। কিন্তু রিয়ার নামে যেমন মামলা দায়ের হয়েছিল, তেমনই এই ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন রিয়াও। অভিযোগের তীর ছিল সুশান্তের পরিবারের দিকে। সেই মামলার ফলাফল কী হল?
সুশান্তের পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিল। পাল্টা রিয়া চক্রবর্তী ও অভিযোগ করেছিলেন সুশান্তের পরিবারের তরফ থেকে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে। সিবিআই যেমন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে, তেমনই জানিয়েছে, রিয়ার অভিযোগেরও কোনও ভিত্তি নেই। সুশান্তকে কোনও ভুল ওষুধ খাওয়ানো হয়নি। আত্মহত্যার জন্য কোনও প্ররোচনাও দেওয়া হয়নি।
দীর্ঘ পাঁচ বছর পর জানা গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর (Sushant Singh Rajput Case) কারণ। বলিউড অভিনেতার (Bollywood Actor) মৃত্যু মামলায় আদালতে ক্লোজার রিপোর্ট দাখিল করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। যেখানে রিয়া চক্রবর্তী, AIIMS-এর ফরেন্সিক রিপোর্ট ছাড়াও আদালতে পেশ করা হয়েছে অনেক কিছু। কী রয়েছে সিবিআইয়ের সেই ক্লোজার রিপোর্টে ? শনিবার (২২ মার্চ, ২০২৫) সুশান্ত সিং রাজপুত মামলায় সিবিআইয়ের দায়ের করা চূড়ান্ত রিপোর্টে মৃত্যুর আসল কারণ আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে 14 জুন, 2020-এ বান্দ্রায় তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রথম নজরে মামলাটি আত্মহত্যা বলে মনে হলেও পরে মামলার তদন্ত সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়।
১ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে, তাকে কেউ জোর করেনি।
২ রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার ক্লিন চিট পেয়েছে।
৩ কোনও ক্রিমিনাল অ্যাঙ্গেল বা 'ফাউল প্লে' (ষড়যন্ত্র) পাওয়া যায়নি এই কেসে।
৪ AIIMS ফরেনসিক দলও খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
৫ সোশ্যাল মিডিয়া চ্যাটগুলি তদন্তের জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল, টেম্পারিংয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
সুশান্তের পরিবার পাটনায় রিয়া চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, জালিয়াতি, চুরি এবং বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে এফআইআর দায়ের করেছিল। এর ফলে বিহার পুলিশ ও মুম্বাই পুলিশের মধ্যে এখতিয়ার নিয়ে বিরোধ দেখা দেয়। বিহার সরকারের সুপারিশে পরে কেন্দ্রীয় সরকার এই মামলায় সিবিআই তদন্তের অনুমোদন দেয়। যার পরে 19 আগস্ট 2020-এ, সুপ্রিম কোর্ট সিবিআইকে এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত করার অধিকার দেয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
