Shah Rukh on Deepika: আমার আর দীপিকার রোম্যান্স করার জন্য অজুহাত লাগে কেবল: শাহরুখ খান
Shah Rukh Khan on Deepika: সাংবাদিক সম্মেলনে শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে দীপিকা বলেন, 'চরিত্রগুলো আমাদের কাছে নতুন ও অচেনা হলেও পর্দায় আমাদের সমীকরণটা ভীষণ চেনা'
![Shah Rukh on Deepika: আমার আর দীপিকার রোম্যান্স করার জন্য অজুহাত লাগে কেবল: শাহরুখ খান Shah Rukh on Deepika: Shah Rukh Khan On Pathaan Co-Star Deepika Padukone, We Just Need An Excuse To Romance, Hug, Kiss, know in details Shah Rukh on Deepika: আমার আর দীপিকার রোম্যান্স করার জন্য অজুহাত লাগে কেবল: শাহরুখ খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/dad74d02f186a002966f22e8f2388620167517797676449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁদের সমীকরণ বড়পর্দায় যেন ম্যাজিক। 'ওম শান্তি ওম' (Om Shanti Om) থেকে শুরু করে হ্যাপি নিউ ইয়ার (Happy New Year), চেন্নাই এক্সপ্রেস (Chennai Express) আর তারপরে 'পাঠান' (Pathaan), দর্শক বারে বারে মুগ্ধ হয়েছে তাঁদের প্রেমে, ভালবাসায়, রোম্যান্সে। কিন্তু নিজেদের অনস্কিন কেমিস্ট্রি নিয়ে কী মনে করেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) আর দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)? ছবির সাফল্যের পরে প্রথম সাংবাদিক সম্মেলনে দীপিকাকে নিয়ে অকপট কিং খান।
সাংবাদিক সম্মেলনে শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে দীপিকা বলেন, 'চরিত্রগুলো আমাদের কাছে নতুন ও অচেনা হলেও পর্দায় আমাদের সমীকরণটা ভীষণ চেনা। এইজন্যই আমাদের সম্পর্কটা এতটা বিশেষ। আমাদের মধ্যে ভালবাসা আর বিশ্বাসের সম্পর্ক রয়েছে। শাহরুখকে আমি একজন শিল্পী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে ভীষণ শ্রদ্ধা করি।'
আরও পড়ুন: Pathaan Ticket Price: সাধ্যের বাইরে 'পাঠান'-এর টিকিট? দাম কমতে পারে ৩০ শতাংশ পর্যন্ত
এখানেই থামলেন না দীপিকা। বললেন, 'শাহরুখ না থাকলে আজ আমি এই জায়গায় থাকতাম না। ও আমায় ভীষণভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমাদের মধ্যে বাস্তবের ভাল সম্পর্কটাই হয়তো পর্দায় এত ভালভাবে ফুটে ওঠে।'
View this post on Instagram
এদিন সাংবাদিক সম্মেলনে খুনসুটির মেজাজে ছিলেন শাহরুখ খানও। নিজেদের সমীকরণ নিয়ে তিনি বলেন, 'আমার আর দীপিকার রোম্যান্স করার জন্য কেবলমাত্র অজুহাত লাগে। আপনারা আমায় যাই প্রশ্ন করবেন, আমি কেবল দীপিকার হাতে একটা চুম্বন করব, আর সেটাই হবে আমার উত্তর।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)