ট্যুইট করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শাহিদ। ছবি সৌজন্যে ট্যুইটার
2/5
চোট পেলেও দমে যাননি শাহিদ। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
3/5
মুম্বই বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোন শাহিদ। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
4/5
শাহিদের ঠোঁটে ১৩টি সেলাই পরেছে বলে জানা গিয়েছে। তাঁর চোট পাওয়ার খবর পেয়ে চণ্ডীগড়ে যান স্ত্রী মীরা। তাঁর সঙ্গেই মু্ম্বই ফিরলেন শাহিদ। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
5/5
চণ্ডীগড়ে ‘জার্সি’ ছবির শ্যুটিং করতে গিয়ে ক্রিকেট খেলার সময় ঠোঁট কেটে গিয়েছে অভিনেতা শাহিদ কপূরের। চোট না সারা পর্যন্ত তিনি শ্যুটিং করতে পারবেন না। এই কারণে তিনি মুম্বই ফিরে এলেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম