Shahid Kapoor Update: মেয়ের পাঁচ বছরের জন্মদিন উদযাপন, ছবি পোস্ট করলেন শাহিদ-পত্নী
Shahid Kapoor Update: মিশা কপূরের পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেশনের ছবি পোস্ট করলেন মা মীরা কপূর। রেনবো-থিমের বার্থডে পার্টির ছবি ভাইরাল।
![Shahid Kapoor Update: মেয়ের পাঁচ বছরের জন্মদিন উদযাপন, ছবি পোস্ট করলেন শাহিদ-পত্নী Shahid Kapoors Wife Mira Rajput Shares Glimpse From Daughter's Rainbow Themed Birthday Party Shahid Kapoor Update: মেয়ের পাঁচ বছরের জন্মদিন উদযাপন, ছবি পোস্ট করলেন শাহিদ-পত্নী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/01/e034ec64857485d37fcc3fe781fc7eea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: খুদে কন্যার পাঁচ বছরের জন্মদিন বলে কথা। স্পেশ্যাল সেলিব্রেশন তো হবেই। তার ওপর মা বাবা যদি হন খোদ মীরা রাজপুত (Mira Rajput) ও শাহিদ কপূর (Shahid Kapoor), তাহলে তো কথাই নেই। গত ২৬ অগাস্টে পঞ্চম জন্মদিন ছিল মিশা কপূরের। আর মেয়ের এই বিশেষ দিনটিকে উদযাপন করতে 'রেনবো' থিমের বার্থডে পার্টির আয়োজন করেছিলেন মা মীরা। সেই দিনের বিশেষ কিছু ছবি পোস্ট করলেন তিনি আজ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে।
মিশার এই বছরের জন্মদিন ছিল সম্পূর্ণ 'উজ্জ্বল রং, রামধনু ও কম জটিল সাজসরঞ্জাম', ক্যাপশনে লেখেন তিনি। গত বছর যদিও মিশার জন্মদিনের পার্টি প্ল্যানার ছিলেন তিনি নিজেই। সে কথাও তাঁর লম্বা পোস্টে উল্লেখ করেছেন মীরা। তিনি লেখেন, পার্টিতে এমন লাইট ব্যবহার করেছেন যা পরেও অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। মীরার মা, অর্থাৎ মিশার দিদিমা, তাঁর 'সিগনেচার স্যান্ডউইচ হাউস' বানিয়ে এনেছিলেন আদরের নাতনির জন্য।
View this post on Instagram
আরও পড়ুন: 'ফাইন্ডিং অনামিকা' র হাত ধরে ওটিটিতে আত্মপ্রকাশ মাধুরীর, কী বললেন সিরিজ নিয়ে?
লম্বা পোস্টের সঙ্গে অসংখ্য ছবি পোস্ট করেন মীরা। মজাদার আলো, উজ্জ্বল রং, সুন্দর থালাবাটি এবং মা-বাবার সঙ্গে মিশার ছবি দেখা যায় পোস্টে। ২০১৬ সালের ২৬ অগাস্ট, শাহিদ কপূর ও মীরা কপূর তাঁদের প্রথম সন্তানকে জন্ম দেন। তাঁদের দ্বিতীয় সন্তান জইন সেপ্টেম্বরে তিন বছর পূর্ণ করবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)