Shahid Mira Anniversary: বিবাহবার্ষিকীতে শাহিদকে নিয়ে আবেগপ্রবণ মীরা, অনুরাগীরা বলছেন, 'জুটি এমনই হোক'
Shahid Mira Marriage Anniversary: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি পোস্ট করেছেন মীরা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে শাহিদের গালে চুম্বন এঁকে দিচ্ছেন মীরা আর তাঁর পাশে, স্ত্রীকে আগলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহিদ
কলকাতা: ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। একজন ছিলেন রুপোলি পর্দার নায়ক আর অন্যজন সবে কলেজ শেষ করেছেন। সেই বিয়ে, সম্পর্ক.. পায়ে পায়ে পেরিয়ে গিয়েছে ৮ বছর। আজ শাহিদ কপূর (Shahid Kapoor) আর মীরা রাজপুতের (Meera Rajput) বিয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় স্বামীর উদ্দেশে কী লিখলেন মীরা?
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি পোস্ট করেছেন মীরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে শাহিদের গালে চুম্বন এঁকে দিচ্ছেন মীরা আর তাঁর পাশে, স্ত্রীকে আগলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহিদ। তাঁর মুখে হাসি। সমুদ্রসৈকতে জ্বলছে হলুদ আলো। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মীরা লিখেছেন ,'আলো আমায় বাড়ির পথে নিয়ে যাবে... আর তুমিই আমার সেই বাড়ি। শুভ ৮ বছর প্রিয়।'
মীরার এই পোস্টে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। এক অনুরাগী লিখেছেন, 'দেখাশোনা করে বিয়ে এমনই হোক, যেন বাস্তবের শাহিদ আর মীরা মনে হয়। অনেকে আবার লিখেছেন, 'তোমাদের জুটিকে ভালবাসি। শুভ বিবাহবার্ষিকী।' অনেকে লিখেছেন, 'আমার দেখা সেরা জুটি'।
View this post on Instagram
সদ্য একটি সাক্ষাৎকারে, মীরার সঙ্গে দেখা হওয়ার প্রথম অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor)। শাহিদের কথায়, 'আমি যখন প্রথমবার মীরার সঙ্গে দেখা করি, তখন ওর বয়স মাত্র ২০। ও কলেজ পড়ুয়া। আবার একটু অস্বস্তিই লাগছিল সেইসময় মীরার সঙ্গে আলাপ করতে। কিন্তু খুব অবাক হয়ে দেখেছিলাম, আমি একজন বলিউড স্টার এতে কিছুই যায় আসল না মীরার। এই বিষয়টাই প্রথম আমায় আকর্ষণ করেছিল। মানুষ সবসময়েই যাঁরা অভিনয় করেন, তাঁদের অন্য নজরে দেখে। কিন্তু মীরা আমার সঙ্গে মিশেছিল একজন সাধারণ মানুষ হিসেবেই। এটা আমায় সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।'
শাহিদ বলেছিলেন, 'প্রথমবার মীরার সঙ্গে দেখা করেই আমার মনে হয়েছিল, এর সঙ্গেই আমি ঘর বাঁধতে পারব। আমার চরিত্রের দুটো দিক রয়েছে। একদিকে আধ্যাত্মিক, আর অন্যদিকে রয়েছে আমার বলিউড দুনিয়ার গ্ল্যামার। মীরা আমায় একজন সাধারণ মানুষ হিসেবে দেখেছিল আর সেটাই বোধহয় আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি চাইতাম, মানুষ আমার সঙ্গে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মিশুক। কিন্তু সাধারণ মানুষের আমায় প্রথমেই একজন তারকা হিসেবে দেখতেন। আমার যেন কোনও ব্যক্তিগত জীবন থাকতে নেই।'
আরও পড়ুন: 'Neeyat' Review: প্রেক্ষাগৃহে যেতে পারেন বিদ্যা বালানের জন্য, নিরাশ করবে না 'নিয়ত'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন