Aryan Khan Drug Controversy: আরিয়ানের গ্রেফতারি কী প্রভাব ফেলল শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান'-এ?
মাদক কান্ডে জড়িয়ে পড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। মুম্বইয়ের প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদক কান্ডে তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁর লেন্সের বাক্স থেকে পাওয়া গিয়েছে মাদক।
মুম্বই: 'পাঠান' ছবির গানের দৃশ্যের শ্যুটিংয়ের জন্য স্পেনে উড়ে যাওয়ার কথা শাহরুখ খান (Shahrukh Khan) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। আগামী ১০ অক্টোবর স্পেনের মায়োরকাতে শ্যুটিং হওয়ার কথা। কিন্তু তার আগেই মাদক কান্ডে জড়িয়ে পড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। মুম্বইয়ের প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদক কান্ডে তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা গিয়েছে, তাঁর লেন্সের বাক্স থেকে পাওয়া গিয়েছে মাদক। ফলে, স্বাভাবিকভাবেই ছেলের গ্রেফতারিতে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের বাদশা।
আরিয়ানের গ্রেফতারি কতটা প্রভাব ফেলবে শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান'এ (Pathan)? এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা। সূত্রের খবর, যেহেতু ছেলের গ্রেফতারির ঘটনায় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। সম্ভাবত এই ঘটনা না মেটা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। তাই 'পাঠান' ছবির নির্মাতারা স্পেনে শ্যুটিং শিডিউল পিছিয়ে দিতে পারেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - Arvind Trivedi Death: প্রয়াত জনপ্রিয় 'রামায়ন' ধারাবাহিকের 'রাবন' অরবিন্দ ত্রিবেদী
প্রসঙ্গত, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হওয়ার পর জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে আরিয়ান খানের। তাঁর পরবর্তী জামিনের শুনানির তারিখ রয়েছে আগামী ৭ অক্টোবর। আরিয়ানের মামলা লড়ার জন্য দুঁদে আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ করেছেন কিং খান। সতীশ মানশিন্ডে যিনি এর আগে রিয়া চক্রবর্তীর হয়ে মামলা লড়েছিলেন। তিনি আরিয়ান খানের মাদক কান্ডে জড়িত থাকার প্রসঙ্গে ইতিমধ্যেই জানিয়েছেন যে, শাহরুখ খানের ছেলের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১৮-তে মুক্তি পাওয়া 'জিরো' ছবির পর আর রুপোলি পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। জানা গিয়েছিল দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে 'পাঠান' ছবি দিয়ে কামব্যাক হতে পারে অভিনেতার। আগামী বছরের দ্বিতীয় ভাগে মুক্তি পেতে পারে 'পাঠান'। সেই ছবির শ্যুটিংয়ের কাজই করছিলেন কিং খান। কিন্তু মাদক কান্ডে ছেলে আরিয়ানের গ্রেফতারির পর সমস্ত শ্যুটিং বাতিল করে দিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে এমনটাই।