SRK: কে ছিলেন কিং খানের প্রথম বান্ধবী? ভক্তের প্রশ্নের অকপট জবাব দিলেন শাহরুখ
কে ছিলেন কিং খানের প্রথম বান্ধবী?
কলকাতা: ভক্ত হোক বা সংবাদিক, যে কোনও তীর্যক প্রশ্নবাণের বরাবরই বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে এসেছেন কিং খান। এবারও তার অন্য়থা হল না। সম্প্রতি শাহরুখের টুইটার প্রোফাইলে একজন লেখেন, আপনার প্রথম বান্ধবীর নাম কি! আর সেই প্রশ্নের উত্তরে বাদশার সাবলীল উত্তর, সেই নারী তাঁর স্ত্রী গৌরীই।
শাহরুখের এই মন্তব্য়ের পরই লাইক ও কমেন্টসের ঝড় বয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। নেটিজেনদের দাবি, নিজের আসন্ন ছবি 'পাঠান'-এর প্রচারের জন্য়ই নেটদুনিয়ায় অতিসক্রিয় হয়েছেন বলিউড বাদশা।
@iamsrk who is your first girlfriend? #AskSRK
— Akash Majumder ⚡ (@akashactt) January 12, 2023
প্রসঙ্গত, চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পেতে চলেছে শাহরুখ-দীপিকা অভিনীত 'পাঠান'। এই ছবির একটি গান নিয়ে বিভিন্ন মহল উঠেছিল সমালোচনার ঝড়।এই ছবির গান বেশরং রং- এ শাহরুখ-দীপিকা ঝলমলে রসায়ন মন কেড়েছিল দর্শকের। অন্যদিকে, দীপিকার বিকিনির রঙ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কেউ কেউ ছবিটিকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিলেন। রাজনৈতিক মহল ও সিনেমার সঙ্গে যুক্ত একাধিক ব্য়ক্তিও গেল গেল রব তুলেছিলেন। চার বছর পর শাহরুখের পর্দায় প্রত্য়াবর্তন দেখবেন বলে মুখিয়ে রয়েছে তাঁর আপামর ভক্তরা। এই ছবিতে শাহরুখ-দীপিকার পাশাপাশি দেখতে পাওয়া যাবে জন আব্রাহামকেও। এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের মস্তানি। যশ রাজ ফিল্মস প্রযোজিত 'পাঠান' মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়।