Bollywood Celebrity Updates: রাকেশ-শমিতার ব্রেকআপ? সামনে এল সত্যিটা
ভ্যালেন্টাইন্স ডে হোক কিংবা জন্মদিন, দুজনের বহু একসঙ্গে কাটানো রোম্যান্টিক মুহূর্তের ছবিও নেট দুনিয়া দেখছে। তবে, সম্প্রতি শোনা যাচ্ছিল, দুজনের সম্পর্কে চিড় ধরেছে বলে। এই খবর কি সত্যি?
মুম্বই: 'বিগ বস'-এর ঘর থেকেই সম্পর্ক শুরু হয় বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty) এবং রাকেশ বাপাতের (Raqesh Bapat) মধ্যে। সেই সম্পর্ক 'বিগ বস'-এর ঘরেই সীমাবদ্ধ থাকেনি। রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ভ্যালেন্টাইন্স ডে হোক কিংবা জন্মদিন, দুজনের বহু একসঙ্গে কাটানো রোম্যান্টিক মুহূর্তের ছবিও নেট দুনিয়া দেখছে। তবে, সম্প্রতি শোনা যাচ্ছিল, দুজনের সম্পর্কে চিড় ধরেছে বলে। এই খবর কি সত্যি? প্রসঙ্গে সরাসরি উত্তর দিয়ে দিলেন শমিতা শেট্টি এবং রাকেশ বাপাত দুজনেই।
আরও পড়ুন - Anushka Praises Jhulan Goswami: রেকর্ড গড়ার পর ঝুলন গোস্বামীকে কী বললেন তাঁর বায়োপিকের মুখ অনুষ্কা শর্মা?
বেশ কিছুদিন ধরেই শমিতা শেট্টি ও রাকেশ বাপাতের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে বলে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিন নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবৃতি প্রকাশ করে সত্যিটা জানিয়ে দিলেন। এদিন শমিতা এবং রাকেশ দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তাঁদের ব্রেকআপ সম্পর্কে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবর তুলে ধরে তার উত্তরে লিখেছেন, 'আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ জানাব যে দয়া করে কোনও গুজবে কান দেবেন না। আমাদের সম্পর্কে বিচ্ছেদের যে গুজব নানা জায়গায় রটেছে, তা একেবারেই সঠিক নয়। প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা।'
প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দুই তারকাকে বিশেষ মুহূর্ত কাটাতে দেখা যায়। তাঁদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। যার ব্যাকগ্রাউন্ডে বাজছিল 'গহেরাইয়াঁ' ছবির গান 'ডুবে'। আর একে অপরের ভালোবাসায় ডুবে গিয়েছিলেন রাকেশ-শমিতা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দুজন একসঙ্গে নানা ভিডিও পোস্ট করেন। তাই সম্পর্ক নিয়ে গুঞ্জন রটতেই যৌথভাবে বিবৃতি দিয়ে বিষয়টা পরিস্কার করে দিলেন দুজনে। এমন খবর জানার পর স্বস্তিতে তাঁদের অনুরাগীরা।