Shamshera Song Fitoor: বড়পর্দায় রণবীর-বাণীর রোম্যান্স, প্রকাশ্যে 'শামশেরা' ছবির নতুন গান
Shamshera Song Fitoor Out: এক সাক্ষাৎকারে 'ফিতুর' গান নিয়ে রণবীর কপূর বলেছিলেন, 'ফিতুর আমার পছন্দের। এটি একটি প্রেমের গান যা শুনে আশা করি শ্রোতারাও প্রেমে পড়বে।'
![Shamshera Song Fitoor: বড়পর্দায় রণবীর-বাণীর রোম্যান্স, প্রকাশ্যে 'শামশেরা' ছবির নতুন গান Shamshera Song Fitoor Out Watch Ranbir Kapoor Vaani Kapoor Romantic Movie Song Arijit Singh Shamshera Song Fitoor: বড়পর্দায় রণবীর-বাণীর রোম্যান্স, প্রকাশ্যে 'শামশেরা' ছবির নতুন গান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/d9073c74cc2b19ff13451c37ced05bc71657181042_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মুক্তি পেল রণবীর কপূরের (Ranbir Kapoor) আগামী ছবি 'শামশেরা'র (Shamshera) নতুন গান 'ফিতুর' (Fitoor)। গানের পরতে পরতে ফুটে উঠল বাণী কপূর (Vaani Kapoor) ও রণবীরের প্রেমের কাহিনি। ছবিতে রণবীরের সঙ্গে খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে (Sanjay Dutt)।
মুক্তি পেল 'ফিতুর'
'শামশেরা' নির্মাতারা প্রকাশ্যে আনলেন রণবীর-বাণীর প্রেমকাহিনি। মুক্তি পেল 'ফিতুর'। গান গেয়েছেন অরিজিৎ সিংহ ও নীতি মোহন। গানের ভিডিও জুড়ে দুই তারকার রোম্যান্স নজরে পড়বে। কখনও বালিতে, কখনও জলের তলায়, তাঁদের উষ্ণ রোম্যান্স নজর কেড়েছে। আগামী ২২ জুলাই মুক্তি পাবে 'শামশেরা'।
এর আগে 'ফিতুর' গান নিয়ে অভিনেতা বলেছিলেন, 'ফিতুর আমার পছন্দের। এটি একটি প্রেমের গান যা শুনে আশা করি শ্রোতারাও প্রেমে পড়বে।'
View this post on Instagram
সদ্য 'শামশেরা' নিয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, 'এই ছবিটা মুক্তির আগে আমার খুব বাবার কথা মনে পড়ছে। আমার যে কোনও বিষয়ের সঠিক সমালোচনা করতেন উনি। সঠিকভাবে ভালো-খারাপটা বলে দিতে পারতেন কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে। বিশেষ করে আমার কাজের ক্ষেত্রে। ভাবতে খারাপ লাগছে এই ছবিটা বাবা দেখে যেতে পারলেন না। তবে হ্যাঁ, এই অন্যধারার ছবির মুক্তি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি কোথাও না কোথাও থেকে বাবা আমায় দেখছেন আর আমার জন্য গর্ব অনুভব করছেন।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)