Shefali Jariwala: ৫-৬ বছর ধরে এই চিকিৎসা চলছিল, শেফালি জরিওয়ালার মৃত্যুতে কী জানালেন তাঁর চিকিৎসক ?
Shefali Jariwala Death: শেফালির চিকিৎসক স্পষ্টই জানান যে তিনি হৃদরোগ সংক্রান্ত কোনও ওষুধ খাচ্ছিলেন না। আর নিজের শরীর-স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন ছিলেন তিনি।

Shefali Jariwala Death: গতকাল শুক্রবার ২৭ জুন রাতেই মারা গিয়েছেন অভিনেত্রী শেফালি জরিওয়ালা। তবে হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও মৃত্যুর আগে তাঁর কোনও অসুস্থতার কথা জানা যায়নি এবং মৃত্যুর আগে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ ছিল বলেই জানা গিয়েছে। এবিপি নিউজকে এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসক। ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর (Shefali Jariwala) চিকিৎসক জানিয়েছেন যে গত ৫-৬ বছর ধরে তিনি বার্ধক্য-প্রতিরোধী বা অ্যান্টি-এজিং ওষুধ খাচ্ছিলেন, অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিচ্ছিলেন তিনি। এর সঙ্গে যদিও হৃদরোগের (Shefali Jariwala Death) কোনও সম্পর্ক নেই। অথচ তাঁর এই আকস্মিক মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগই দায়ী বলে জানা গিয়েছে।
শেফালির চিকিৎসক স্পষ্টই জানান যে তিনি হৃদরোগ সংক্রান্ত কোনও ওষুধ খাচ্ছিলেন না। আর নিজের শরীর-স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন ছিলেন তিনি। যদিও সংবাদসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শেফালির মৃত্যু হয়েছে হৃদরোগে। মুম্বই পুলিশ যদিও জানিয়েছে যে তাঁর মৃত্যুর আসল কারণ এখনও অস্পষ্ট রয়েছে। ফলে মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চয়তা মেলেনি।
শেফালি জরিওয়ালার চিকিৎসক জানিয়েছেন যে বয়স কমানোর জন্য এবং নিজেকে তরুণ দেখানোর জন্য তিনি দুটি ওষুধ খাচ্ছিলেন- একটি ভিটামিন সি এবং অন্যটি ছিল গ্লুটাথায়ন। তবে এই দুই ওষুধের সঙ্গে শেফালির হৃদরোগের কোনও সম্পর্ক নেই। কারণ এই ওষুধগুলির প্রভাব কেবল ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রে পড়ে।
২০০২ সালে 'কাঁটা লাগা' এবং পরে 'বিগ বস ১৩'-এর রিমিক্স দিয়েই খ্যাতি পেয়েছিলেন এই অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মুম্বই পুলিশের ফরেনসিক টিম এই অভিনেত্রীর মৃত্যুর তদন্ত করছে। পুলিশ তাঁর স্বামী পরাগ ত্যাগীর বয়ান রেকর্ড করেছে তাদের বাড়িতেই। এখনও পর্যন্ত এই মামলায় চারজনের বয়ান রেকর্ড করা হয়েছে, তাঁর পরিবারের সদস্য এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় শেফালির
শেফালি জরিওয়ালা শুক্রবার তাঁর বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিলেন। গতকাল সন্ধে ৬টায় ঘুম থেকে ওঠার পরেই তাঁর রক্তচাপ হঠাৎ কমে যায়। এরপর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এই সময় শেফালি স্যালাইন নেন, কিন্তু তাঁর শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তাঁর রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। আর শেফালি অজ্ঞান হয়ে গেলে তাঁর স্বামী পরাগ ত্যাগী তাঁকে বেলভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার আগেই তাঁর মৃত্যু হয়।






















