Aarya 2 Teaser: মুক্তি পেল 'আরিয়া ২'-এ সুস্মিতা সেনের প্রথম লুক, প্রশংসা অনুরাগীদের
Aarya 2 Teaser: ডিজনি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত সুস্মিতা সেন অভিনীত সিরিজটি প্রবলভাবে প্রশংসিত হয় দর্শকমহলে। প্রথম সিজনের সাফল্যের পর, এবার দ্বিতীয় সিজন নিয়ে আসছে সিরিজ নির্মাতারা, 'আরিয়া ২'।
মুম্বই: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলেন রাম মাধবণীর 'আরিয়া' সিরিজের হাত ধরে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত সুস্মিতা সেন, চন্দ্রচূড় সিংহ, সিকন্দর খের অভিনীত সিরিজটি প্রবলভাবে প্রশংসিত হয় দর্শকমহলে। প্রথম সিজনের সাফল্যের পর, এবার দ্বিতীয় সিজন নিয়ে আসছে সিরিজ নির্মাতারা, 'আরিয়া ২'।
'আরিয়া ২'-এ সুস্মিতা সেনের প্রথম লুক (Sushmita Sen’s First Look From Aarya 2)
প্রাক্তন মিস ইউনিভার্স সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। একইসঙ্গে নতুন সিজনের আগমনের ঘোষণা করেছেন তাঁর উৎসুক অনুরাগীদের উদ্দেশ্যে। তিনি ক্যাপশনে লেখেন, 'প্রথম লুক। আরিয়া ২। শেরনি ফিরে এসেছে! এইবার, আগের থেকেও বেশি ভয়ঙ্কর।'
View this post on Instagram
ভিডিওয় দেখা যাচ্ছে একটি সাদা শাড়ি পরে রয়েছেন তিনি, গোটা মুখ ঢেকে আছে লাল রঙে। ভিডিওয় কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে, কেবল ক্যামেরার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়েছিলেন সুস্মিতা। সমস্ত কথাই ওই চোখ বলছে।
হাড়হিম করা ছোট্ট ফার্স্ট লুকই মন কেড়েছে দর্শকদের। কমেন্ট বক্স ভরেছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়।
২০২০ সালে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল 'আরিয়া'। আন্তর্জাতিক এমিতে শ্রেষ্ঠ ড্রামা ক্যাটেগরিতে মনোনীত হয় এটি।