Shibani Dandekar Update: মা হতে চলেছেন? সত্যিটা এবার নিজেই জানালেন শিবানি ডান্ডেকর
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। যদিও ফারহান আখতারের এটি দ্বিতীয় বিবাহ। এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মুম্বই: সদ্য কয়েকদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ফারহান আখতার (Farhan Akhtar) ও শিবানী ডান্ডেকর (Shibani Dandekar)। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর নতুন জীবন শুরু করলেন বলিউডের এই চর্চিত জুটি। কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন রটেছে যে, খুব শীঘ্রই বুঝি মা হতে চলেছেন শিবানী ডান্ডেকর। তাঁর পোশাক দেখে নেট নাগরিকদের এমন ধারণা তৈরি হয়েছে। জল্পনা প্রথমদিনই তৈরি হয় যখন লাল লেহেঙ্গায় বিয়ের জন্য সাজতে দেখা যায় শিবানীকে। তারপর সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফারহান আখতারের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেখানেই ফোটোশ্যুটের বেশ কিছু ছবি দেখে অভিনেত্রী গায়িকার হালকা বেবি বাম্প লক্ষ করেছেন নেট নাগরিকরা। ফলে তাঁর মা হতে চলার গুঞ্জন আরও জোরাল হয়। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। সত্যিটা জানিয়ে দিলেন যে, তিনি সত্যিই মা হতে চলেছেন নাকি নয়।
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন শিবানী ডান্ডেকর। সেই ভিডিওর মাধ্যমেই তাঁর মা হওয়ার গুঞ্জন সত্যি না মিথ্যে তা স্পষ্ট করে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছেন তিনি। আর ভিডিওতে লেখা রয়েছে, 'আমি একজন নারী। আমি অন্তঃসত্বা নই'। স্পষ্ট করে সেখানেই জানিয়েদেন যে, পোশাকের কারণেই তাঁকে এমন দেখতে লাগছিল। আসলে তিনি এখনই মা হচ্ছেন না।
আরও পড়ুন - Radhe Shyam Final Trailer: প্রকাশ্যে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার, নজর কাড়লেন প্রভাস
প্রসঙ্গত, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। যদিও ফারহান আখতারের এটি দ্বিতীয় বিবাহ। এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছু বছর পরই তাঁদের সম্পর্ক ছিন্ন হয়। যদিও তাঁদের আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয় কয়েক বছর আগে। ফারহান-অধুনার দুই সন্তান রয়েছে। তাঁদের দুই কন্যা সন্তান শাক্য ও আকিরার সঙ্গে শিবানী ডান্ডেকরের সম্পর্কে বেশ মধুর। ফারহান-শিবানীর বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায় তাদের। তারা শুধু হাজিরই ছিল না। বরং বেশ উপভোগ করছিল। বিয়ে মিটতেই ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানেই দুই কন্যাকে হাসি খেলায় মেতে উঠতে দেখা যায়।