Radhe Shyam Final Trailer: প্রকাশ্যে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার, নজর কাড়লেন প্রভাস
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি এদিন ট্রেলার পোস্ট করে লেখেন,'প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার মুক্তি পেল'
মুম্বই: মুক্তি আসন্ন। আর তার আগে আজ মুক্তি পেল 'বাহুবলী' অভিনেতা প্রভাসের (Prabhas) বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম'-এর নতুন ট্রেলার (Radhe Shyam New Trailer)। ট্রেলার মুক্তি পেতেই নেট দুনিয়া তোলপাড়। এই ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে (Pooja Hegde)। জানা গিয়েছে, এদিন জুহুর পিভিআরে ট্রেলার লঞ্চ উপলক্ষে হাজির থাকেন অভিনেতা প্রভাস।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: চিনতে পারছেন আজকের জনপ্রিয় অভিনেত্রীকে?
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি এদিন ট্রেলার পোস্ট করে লেখেন, 'প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার মুক্তি পেল। 'রাধে শ্যাম' টিমকে অনেক শুভেচ্ছা। প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পেল হিন্দিতে। পরিচালক রাধা কৃষ্ণ কুমারের এই ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মার্চ। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পাবে ছবিটি।'<
>
প্রসঙ্গত, 'রাধে শ্যাম' ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে 'রাহুবলী' খ্যাত প্রভাসকে। আর এর জন্য মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলের সামনে বিনামূল্যে হাত দেখার বুথ বসিয়েছেন নির্মাতারা। জানা গিয়েছে, বহু এই প্রতীক্ষিত ছবির মুক্তি নিয়ে অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকেরা। এবার উৎসাহী দর্শকের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিল 'রাধে শ্যাম' নির্মাতারা। জানা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলগুলির সামনে ইতিমধ্যেই বসেছে বিনামূল্যে হাত দেখানোর বুথ। দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন সিনেমা হলের সামনে তৈরি হওয়া জ্যোতিষ বুথে থাকছেন হস্তরেখাবিদরা। যাঁরা বিনামূল্যে উৎসাহী ব্যক্তিদের হাত দেখছেন।