Shiboprosad Mukherjee: '১২ বছরের অপেক্ষার অবসান', কিসের ইঙ্গিত শিবপ্রসাদের?
Entertainment News: এই সিনেমার শ্যুটিং করতে গিয়ে আহত হন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কোমরে ও শিরদাঁড়ার হাড়ে গুরুতর চোট পান তিনি। চিকিৎসক অন্তত ৩ মাসের বেডরেস্টের পরামর্শ দিয়েছিলেন অভিনেতা পরিচালককে
![Shiboprosad Mukherjee: '১২ বছরের অপেক্ষার অবসান', কিসের ইঙ্গিত শিবপ্রসাদের? Shiboprosad Mukherjee shares Bohurupi shooting details Ritabhari Abir Kaushani Entertainment News Shiboprosad Mukherjee: '১২ বছরের অপেক্ষার অবসান', কিসের ইঙ্গিত শিবপ্রসাদের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/fb00d2ea04e759b678d746d0a88e54e5171821143090649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শ্যুটিংয়ের মধ্যে হঠাৎ দুর্ঘটনা, গুরুতর চোট। চিকিৎসকের সঙ্গে কার্যত দর কষাকষি করে ফেরা শ্যুটিং ফ্লোরে। এমন কতই না অজানা গল্প থাকে ক্যামেরার ওপারে। ঠিক যেমনটা রয়েছে 'বহুরূপী' (Bohurupi) ছবিটার। আজ ছবির শ্যুটিং শেষ করার ঘোষণা করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। শেষ হল, 'উইন্ডোজ়'-এর সবচেয়ে দীর্ঘতম ও সবচেয়ে বড় বাজেটের ছবির শ্যুটিং।
সোশ্যাল মিডিয়ায় আজ শিবপ্রসাদ 'বহুরূপী'-র একটি ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'বহুরূপী। ২০১২ সালের ভাবনা। ১২ বছরের অপেক্ষা। অবশেষে শুটিং শেষ হল। ৩২ দিনের শ্যুটিং, ৭৮ টি লোকেশন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রম। কখনও ঝড়, কখনও বৃষ্টি, কখনও ৪৫ ডিগ্রি টেম্পারেচার, সব কিছু মাথায় নিয়ে ওঁরা কাজ করেছেন। ছিল দুর্ঘটনা, তারপর অপেক্ষা, তারপর ফিরে আসা। সব কিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর মা অন্নপূর্ণার আশীর্বাদে। দেখা হবে পুজোতে, বড় পর্দায়। চেষ্টা করব আপনাদের মন ভরাতে।'
অর্থাৎ, পুজোর ছবির শ্যুটিং শেষ করে ফেললেন শিবপ্রসাদ। এবার পুজোয় যে ছবিগুলি মুখোমুখি টক্কর দিতে মুক্তি পাবে, তাদের মধ্যে অন্যতম 'বহুরূপী'। প্রথমবার থ্রিলার ঘরানার ছবিতে পা রেখেই ছক্কা হাঁকিয়েছিলেন শিবপ্রসাদ ও নন্দিতা রায়। তৈরি করেছিলেন 'রক্তবীজ'। এবারের পুজোতেও তাঁদের বাজি সেই থ্রিলার ঘরানার ছবিই। তবে এবার অন্যরূপে, অন্যভাবে। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-কে। এই ছবিতে অভিনয় করতেও দেখা যাবে শিবপ্রসাদকে।
প্রসঙ্গত, এই সিনেমার শ্যুটিং করতে গিয়ে আহত হন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কোমরে ও শিরদাঁড়ার হাড়ে গুরুতর চোট পান তিনি। চিকিৎসক অন্তত ৩ মাসের বেডরেস্টের পরামর্শ দিয়েছিলেন অভিনেতা পরিচালককে। কিন্তু শ্যুটিংয়ের স্বার্থেই সেই নিয়ম মানতে পারেননি পরিচালক। একটু সুস্থ হওয়ার পরেই যোগ দিয়েছিলেন শ্যুটিংয়ে। তিনি যে সময়ে অসুস্থ ছিলেন সেই সময়েও শ্যুটিং বন্ধ হতে দেয়নি। বাকি অভিনেতা অভিনেত্রীদের নিয়েই চলছিল কাজ। অবশেষে শেষ হল সেই ছবির শ্যুটিং।
আরও পড়ুন: Tollywood Jamai Sasthi: কোথাও কবজি ডুবিয়ে ভোজ, কারও দিন কাটল অপেক্ষায়.. টলিউডে জামাইষষ্ঠী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)