Shiboprosad on Bohurupi: ৭ সপ্তাহ পার, এখনও 'বহুরূপী' দেখতে হলমুখী হচ্ছেন দর্শক? কী বলছেন শিবপ্রসাদ?
Shiboproshad Mukherjee News: হিন্দি সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও এখনও রেকর্ড পরিমাণ হলে চলছে 'বহুরূপী'
কলকাতা: প্রায় ৫০ দিনের লক্ষ্যমাত্রা ছুঁতে চলল 'বহুরূপী'। কিন্তু এতদিন পরেও, হাউজফুল হচ্ছে একের পর এক সিনেমাহল। হিন্দি সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও এখনও রেকর্ড পরিমাণ হলে চলছে 'বহুরূপী'। উইন্ডোজ-এর ছবির এই সাফল্যে আপ্লুত শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৯৭ টি প্রেক্ষাগৃহে চলছে 'বহুরূপী'। এর মধ্যে ৯৫টি প্রেক্ষাগৃহ হল পশ্চিমবঙ্গে। ও দুটি প্রেক্ষাগৃহ হল অসম, বিহার ও ঝাড়খণ্ডে।
এই ছবিটির সাফল্য নিয়ে শিবপ্রসাদ বলছেন, 'আমাদের অনেক সিনেমা ২০০ দিন পার করেছে, ১০০ দিন পার করেছে। 'বেলাশেষে' কোয়েস্ট মাল্টিপ্লেক্সে ২১৭ দিন চলেছিল। নিজেই একটা রেকর্ড তৈরি করেছিল। তেমনই বহু সিনেমাই ১০০ দিন পার করেছে। কিন্ত আমার মনে পড়ে না আমাদের কোনও সিনেমাই সপ্তম সপ্তাহে, ৯৭টা হল নিয়ে ৫০ দিন পূর্ণ হয়েছে। এটা আমাদের কেরিয়ারে একটা মাইলফলক, একটা রেকর্ড। ভগবানের এই আর আশীর্বাদ মাথা পেতে নিলাম। আর দর্শকদের ভালবাসা না হলে হয় না। আর সমস্ত হলমালিককে ধন্যবাদ জানাব যাঁরা বহুরূপীর এই ৫০দিনকে এভাবে উদযাপন করছেন।'
কেরিয়ারের সবচেয়ে বড় ছবি ছিল 'বহুরূপী'। সেই ছবি ব্যবসার নিরিখে পুজোয় মুক্তি পাওয়া ৩টি ছবির মধ্যে সবচেয়ে এগিয়ে। শিবপ্রসাদ বলছেন, 'রক্তবীজ আমাদের সাহস দিয়েছিল। আর 'বহুরূপী' সাফল্য দিল। উইন্ডোজ় এরপরে আরও নতুন নতুন ছবি নিয়ে আসবে, নতুন গল্প বলবে। আমরা একটা কথাই বিশ্বাস করি, ছবির সাফল্যের জন্য তারকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় 'ছবির বিষয়'-এর। যখন 'হামি' ছবিটা প্রযোজনা করেছিলাম, সবাই বলেছিলেন, 'দুটো বাচ্চার মুখ দিয়ে পোস্টার, কে দেখবে'। কিন্তু 'হামি' সেই বছরের সবচেয়ে হিট ছবি ছিল উইন্ডোজ-এর। 'বহুরূপী' আমাদের নিজেদের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। পুজোর পাঁচ দিনে আড়াই লক্ষ মানুষ ছবিটি দেখেছেন। এভাবে চললে, আমরা শুধু থিয়েটারের রিলিজ়ের উপার্জন দিয়েই ছবি তৈরির টাকা তুলে নিতে পারব। বাংলা ছবির ইতিহাসে বোধহয় বহু বছর পরে এই ঘটনা হতে চলেছে।'
আরও পড়ুন: Bengali Web Series: 'প্রহেলিকা'-য় জড়িয়ে প্রান্তিক! ধারাবাহিক শেষ হতেই ওয়েব সিরিজে মৈনাক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।