Shiboproshad on World Cup: আর্জেন্তিনা বনাম ফ্রান্স, দুই খুদেকে নিয়ে ফুটবল জ্বরে কাবু শিবপ্রসাদ
Shiboproshad Mukherjee on World Cup: ফেসবুকে আজ একটি ছোট্ট লাইভ করে বিশ্বকাপের আগে লাল্টু আর মিতালির সংসারের অন্দরের গল্প ভাগ করে নেন অভিনেতা। পরিবারের দুই ছেড়ে আজ দুই দলের সমর্থক
কলকাতা: ফুটবলপ্রেমীরা তো বটেই, যাঁরা তেমন করে খেলার আনাচ কানাচ বোঝেন না, তাঁদেরও চোখ আজকে টিভির দিকে। ৪ বছর ধরে এই দিনটারই তো অপেক্ষা। আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। মুখোমুখি আর্জেন্তিনা-ফ্রান্স। কিছুক্ষণের মধ্যেই লিওনেল মেসি বনাম এমবাপের দ্বৈরথ। কিন্তু তার আগে দুই খুদেকে নিয়ে ফুটবল জ্বরে কাবু অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও (Shiboproshad Mukherjee)।
ফেসবুকে আজ একটি ছোট্ট লাইভ করে বিশ্বকাপের আগে লাল্টু আর মিতালির সংসারের অন্দরের গল্প ভাগ করে নেন অভিনেতা। পরিবারের দুই ছেড়ে আজ দুই দলের সমর্থক। বড় ছেলে নীল সাদা জার্সিতে আর্জেন্তিনার সমর্থক আর ছোট ছেলে আজ ফ্রান্স। পপকর্ন হাতে দুই ভাইয়ের প্রায় মারামারি। দুজনকেই সামলাচ্ছেন বাবা লাল্টু। সোশ্যাল মিডিয়ায় এই ঝলক দেখে খুশি অনুরাগীরা।
আরও পড়ুন: Lukochuri: চোরের সঙ্গে প্রেম! শিলাদিত্যর নতুন ছবিতেও বিপরীত মেরুর সম্পর্কের গল্প
আর খোদ লাল্টু? তার পরণেও নীল সাদা জার্সি। 'হামি ২' পরিবারে আর্জেন্তিনার দল ভারি বটে, তবে লড়াইয়ের মধ্যেও রয়েছে মিষ্টত্ব। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'হামি ২' (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও- গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) অভিনীত 'হামি ২' (Haami 2) ছবিতে রয়েছে ৩ খুদে। আর সেই ৩ খুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরলেন ছবির নায়িকা।
View this post on Instagram