Shilpa Shetty: তাঁর নামে চলছে 'মিথ্যা মামলা'? আসলে ২০ কোটি টাকা ঋণ দিয়ে আর ফেরত পাননি শিল্পা শেট্টিই!
Shilpa Shetty News: শিল্পা শেট্টি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই মামলার সঙ্গে তাঁর নাম সম্পূর্ণ ভিত্তিহীনভাবে জড়ানো হচ্ছে

কলকাতা: মাথার ওপর কোটি কোটি টাকা আর্থিক তছরুপের মামলা, এতদিন তা নিয়ে চুপই ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অবশেষে, কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ, আইনি জট সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অভিযোগ করলেন, তিনি কোনও টাকা আত্মসাৎ করেননি তো বটেই বরং বিনিয়োগ করা টাকা তিনি ফেরৎ পাননি নিজেই! সদ্যই শিল্পা শেট্টির রেস্তোরাঁ 'ব্যাস্টিয়ান'-এ তল্লাশি চালিয়েছে ইডি। খবর, তল্লাশি চলেছে অভিনেত্রীর বাড়িতেও। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুললেন শিল্পা শেট্টি।
শিল্পা শেট্টি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই মামলার সঙ্গে তাঁর নাম সম্পূর্ণ ভিত্তিহীনভাবে জড়ানো হচ্ছে। ওই কোম্পানিতে তাঁর ভূমিকা ছিল সম্পূর্ণ নন-এক্সিকিউটিভ, অর্থাৎ অপারেশন ও ফিনান্স নিয়ে কোনওরকম সিদ্ধান্ত গ্রহণের কোনও ক্ষমতা তাঁকে দেওয়া হয়নি। অন্যান্য অনেক পরিচিত ব্যক্তিত্বের মতোই তিনি হোম শপিং চ্যানেলের জন্য কিছু পেশাদারি এনডোর্সমেন্ট করেছিলেন। তবে এর ফলে তাঁর প্রাপ্য টাকা এখনও পর্যন্ত বকেয়া রয়েছে। শিল্পা আরও জানিয়েছিলেন, পরিবারের মতো মনে করেই, তিনি ওই কোম্পানিকে ২০ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছিলেন। তবে সেই টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।
শিল্পা জানান, তাঁর ওফর মিথ্যে ফৌজদারি মামলা চাপানোর চেষ্টা চলছে তাও আবার ৯ বছরের পুরনো একটি ঘটনা নিয়ে! গোটা মামলাটাই আইনত ভুল। তারপরেই এই মামলায় তাঁর নাম জড়ানো হচ্ছে ও তাঁর নামে কুৎসা করা হচ্ছে বলে ব্যথিত শিল্পা। তাঁর মতে, তাঁর নামে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভুল এবং ভিত্তিহীন। নারীর মর্যাদা, সততা এবং সম্মানকে জনসমক্ষে ভুলভাবে তুলে ধরা হচ্ছে ও তাঁকে অপমান করা হচ্ছে। এই পরিস্থিতি তাঁকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে।
অন্যদিকে, শিল্পা শেট্টির আইনজীবী প্রশান্ত পাটিল জানিয়েছেন, শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশির মতো কোনও ঘটনাই ঘটেনি। কিছু নিয়মমাফিক প্রশ্ন করতেই শিল্পা শেট্টির বাড়িতে এসেছিলেন আয়কর দফতরের অফিসারেরা। তা করেই তাঁরা চলে গিয়েছেন। শিল্পা শেট্টির আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে, তাঁর মক্কেলের নামে যেভাবে কুৎসা ছড়ানো হয়চ্ছে, তা কিছুতেই বরদাস্ত করা হবে না। আগামী দিনে এই ধরণের কুৎসা ছড়ানো যদি হয়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ১৭ ডিসেম্বর শিল্পা শেট্টির রেস্তোরাঁ 'ব্যাস্টিয়ান'-এ তল্লাশি চালানো হয়েছে। এই বিষয়ে অবশ্য শিল্পার আইনজীবী কিছু জানাননি। শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রার তরফে জানানো হয়েছে, তাঁদের নামে যে মামলা দায়ের করা হয়েছে, সেই বিষয়ে যাবতীয় তদন্তে তাঁরা সমস্তরকম সাহায্য করবেন। যদিও তাঁরা এই মামলায় জড়িত নন। তাঁরা আশা করছেন, তাঁরা ন্যায়বিচার পাবেন।






















