(Source: ECI/ABP News/ABP Majha)
Shilpa Shetty: শিল্পা শেট্টির জুহুর বাড়িতে ডাকাতি, খোয়া গেল মূল্যবান সামগ্রী, আটক ২
Shilpa Shetty News Update: ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগেই। জন্মদিন কাটানোর জন্য স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে মেয়েদের নিয়ে ইতালি পাড়ি দিয়েছেন নায়িকা।
মুম্বই: অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty)-র জুহুর বাড়িতে ডাকাতি! আপাতত গোটা পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সেই ছবিও। আর সেই সুযোগেই জুহুর বাড়িতে ডাকাতি হয়েছে। খোয়া গিয়েছে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র। ঘটনায় ইতিমধ্যেই দায়ের করা হয়েছিল পুলিশি অভিযোগ। আর এবার সেই অভিযোগের ভিত্তিতে ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদও। তবে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি কোনও মূল্যবান সামগ্রীই, চলছে জিজ্ঞাসাবাদ।
ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগেই। জন্মদিন কাটানোর জন্য স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে মেয়েদের নিয়ে ইতালি পাড়ি দিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। আর এই ছুটি কাটানোর মধ্যেই ঘটে গিয়েছে অঘটনটি।
View this post on Instagram
শিল্পা শেট্টি চিরকালই ফিটনেস নিয়ে খুব সচেতন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই শরীরচর্চার ভিডিও শেয়ার করে নেন তিনি। সদ্য ইতালিতে গিয়ে শিল্পা যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, তাতে দেখা গেল শিল্পার আকর্ষণীয় রূপই। শিল্পার এই ছবির প্রশংসা করেছেন রাখি সবন্ত স্বয়ং। শুধু এই একটি ছবি না, সোশ্যাল মিডিয়ায় ইতালি ভ্রমণের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শিল্পা। সেখানে তিনি কখনও রয়েছেন ফলে দোকানের সামনে, কখনও আবার পুলের নীল জলের পাশে... সব ছবিতেই নজরকাড়া শিল্পা।
প্রসঙ্গত, ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তাঁদের এক কন্যা ও এক পুত্র রয়েছে। বিভিন্ন পুজোয় শিল্পাকে দেখা যায় পুত্র-কন্যার সঙ্গে। স্বামী রাজের সঙ্গেও তাঁর সমীকরণ বেশ ভাল। সব মিলিয়ে সুখী সংসার শিল্পার। তবে কেরিয়ারের দিক থেকে শিল্পার গতি এখন কিছুটা স্থিমিত। বক্সঅফিসে দীর্ঘদিন কোনও ছবি সাফল্য পায়নি তাঁরা। একাধিক ছবি যেমন 'নিকম্মা' মুক্তি পেয়েছে অভিনেত্রীর। ওটিটিতেও এসেছে বেশ কিছু ছবি। তবে বলার মতো সাফল্য পায়নি এই ছবিগুলি।
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?
আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?