এক্সপ্লোর
‘জোশ’-এ বেশি গুরুত্বপূর্ণ চরিত্র শাহরুখকে, তাই সরে দাঁড়িয়ে ছিলেন আমির !

মুম্বই: ২০০০ সালে শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, চন্দ্রচূড় সিংহ অভিনীত ‘জোশ’ ছবির কথা এখনও লোকের স্মৃতিতে তাজাই রয়েছে। সম্প্রতি ছবির পরিচালক মনসুর খান এই ছবি সম্পর্কিত একটি চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি এই ছবির সৌজন্যে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং আমির খানকে একসঙ্গে একছবিতে কাজ করানোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আমির এছবিতে অভিনয় করতে অস্বীকার করেন এবং সরে দাঁড়ান। কারণ, তিনি শাহরুখের চরিত্র ‘ম্যাক্স’-এর ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন।
২০০০ সালের এই তারকাখচিত ছবিতে একজন গ্যাঙলিডারের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। চরিত্রের নাম ছিল ম্যাক্স। ছবিটি গোয়ার ভাসকোর পটভূমিতে তৈরি হয়েছিল। ছবিতে চন্দ্রচূড় সিংহের চরিত্রটি আমিরকে দেওয়া হয়েছিল। তিনি ছিলেন ঐশ্বর্যর প্রেমিক। কিন্তু গ্যাঙলিডার ম্যাক্সের চরিত্রটি এতটাই ক্যারিশিমাটিক ছিল, যে তাঁর সামনে শুধুমাত্র রোম্যান্টিক নায়ক হিসেবে নিজেকে দেখতে নারাজ ছিলেন মনসুর খানের ভাইপো।
প্রসঙ্গত, পরিচালক মনসুর খান জানিয়েছেন, আমির সেসময় তাঁর ছকবাঁধা রোম্যান্টি হিরোর চরিত্র ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন। এখনও পর্যন্ত শাহরুখ-আমিরকে এক ছবিতে কোনও বলিউড পরিচালক-প্রযোজকই আনতে পারেননি।
এদিকে চমকের এখানেই শেষ নয়। ঐশ্বর্যর চরিত্রটিও নাকি প্রথমে করার প্রস্তাব দেওয়া হয়েছিল কাজলকে। কিন্তু তিনিও সেই চরিত্রে অভিনয় করতে অস্বীকার করেন। কাজলের কাছে তাঁর সিদ্ধান্ত জানতে চাওয়া হলে, কাজল বলেন, তিনি ‘ম্যাক্স’-এর চরিত্রে অভিনয় করতে চান। পরিচালক মনসুর খান মনে করেন, হয়তো ম্যাক্স-এর চরিত্রের গ্ল্যামারই বহু নয়া সমীকরণ দেখতে দিল না বলিউডকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























