এক্সপ্লোর
দেখুন! ‘বীরু’-র জন্মদিনে ‘জয়’-এর শুভেচ্ছা!

মুম্বই: নতুনের পূজারী বলিউডে নট থেকে চলচ্চিত্র- সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে যায় সব। ব্যতিক্রম শুধু ‘শোলে’। '৭৫-এর ছবি দেখতে বসলে মনে হয়, আবার হাজারবার তা দেখা যায়। একইভাবে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে-র সেই সুপারহিট জুটি এখনও একইরকম ঘনিষ্ঠ বন্ধু। ছবির ‘জয়’, ৭৪ বছরের মেগাস্টার অমিতাভ বচ্চন জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ‘বীরু’ ধর্মেন্দ্রকে। সেদিনের ‘গরম ধরম’ ৮১-তে পড়েছেন। ৭৫-এর যুবকরা আজ বৃদ্ধ। কিন্তু বন্ধুত্ব টাল খায়নি এতটুকু।
T 2466 - Birthday greetings to dearest Dharam ji .. love and affection !! pic.twitter.com/xMYA1tKBTq
— Amitabh Bachchan (@SrBachchan) December 8, 2016
T 2466 - Happy birthday Dharam ji .. bahut badhai aur pyaar ! pic.twitter.com/gDQ2aPQ5ta
— Amitabh Bachchan (@SrBachchan) December 8, 2016
শুধু ‘শোলে’ নয়, একসঙ্গে ‘চুপকে চুপকে’-ও করে এই জুটি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















