Tollywood News: অবশেষে কাটল জট, সোমবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়
Tollywood Update: গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় ডামাডোল। একটি ধারাবাহিকের সেট তৈরিকে ঘিরে শুরু হয় সমস্যা

কলকাতা: অবশেষে কাটল জট। সোমবার থেকে ফের স্টুডিওপাড়ায় শোনা যাবে লাইটস, ক্য়ামেরা, অ্যাকশন। সোমবার থেকে আবার শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে। আজ বৈঠকের পরে জট কেটে গিয়েছে বলেই জানা যাচ্ছে। আজ পরিচালক-টেকনিসিয়ানদের সঙ্গে আজ বৈঠক করেছেন অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। ২ মন্ত্রীর সঙ্গে স্টুডিওপাড়ার ২ পক্ষের বৈঠকে কাটল জট। 'সমস্যা হলে আমরা আছি, আশ্বাস দিয়েছেন রাজ্যের ২ মন্ত্রী', সোমবার থেকেই ফ্লোরে ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা।
গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় ডামাডোল। একটি ধারাবাহিকের সেট তৈরিকে ঘিরে শুরু হয় সমস্যা। পরিচালক সৃজিৎ রায়ের নতুন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হয়ে যায় বিনা নোটিশে। পরিচালকের পাশে দাঁড়ায় ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। সমস্যায় পড়েন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও। তাঁদের সিনেমা ও সিরিজের শ্যুটিংও আটকে যায়। অন্যদিকে এই শ্যুটিং বন্ধ হয়ে যাওয়া নিয়ে ফেডারেশনের সঙ্গে তাঁরা কথা বলতে গেলে ফেডারেশনের পক্ষ থেকে কোনও উত্তর মেলে না। বারে বারে চেষ্টা করার পরেও যখন সমস্যার সমাধাম হয় না। মাঠে নামে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। শ্যুটিং শুরু না হলে, কাজ বন্ধ করার হুঁশিয়ারি ও দেওয়া হয়। সেই মত গত ৭ তারিখ বন্ধ ছিল একাধিক ধারাবাহিকের শ্যুটিং। কোথাও আবার পরিচালক ছাড়াই হয়েছে শ্যুটিং। তবে শুক্রবার রাতের বৈঠকে সমস্যার সমাধান আর অধরা রইল না।
ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক সুদেষ্ণা রায় বলছেন, 'মন্ত্রী বলেছেন বিশ্বাস রাখুন। সমস্যা হলে আমরা আছি। যা যা সমস্যা আছে, যদি ১০০ টা সমস্যা থেকে থাকে, সব আমরা ১ ২ ৩ করে লিখব। ফেডারেশনের পক্ষ থেকে সমস্যাও ওকে দেওয়া হবে। এবার দুই মন্ত্রী থাকবেন, আমরা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন থেকে থাকব, ফেডারেশন থেকে থাকবে সঙ্গে শুভকাঙ্খী, প্রযোজকদের নিয়ে বসে এর মোকাবিলা হবে। এবার যখন উনি বলেছেন এবং উনি একেবারে টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, এই মাসে। পরিচালকরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করছে।'
এই বিষয় নিয়ে শ্রীজিৎ রায় বলছেন, 'পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে আছেন। আশ্বস্ত করেছেন। কাল থেকে আমাদের পরিচালকেরা ফ্লোরে যাবেন। আশা করি তাঁরা তাঁদের সম্মানের সঙ্গে ফেরত যাবেন। যে সমস্যা হয়েছিল আলোচনার মাধ্যমে সেটা মিটে গিয়েছে।'
এই সমস্যা নিয়ে অরূপ বিশ্বাস বলছেন, 'প্রায় ১২ থেকে ১৪ হাজার লোকের একটা পরিবার। এই পরিবারে সমস্যা আছে। সমস্যা ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা সবাই মিলে বসে সেটা মিটিয়ে নিতে চাই। আমরা সবাই কাজ করতে চাই। সব মিটে যাবে।' ইন্দ্রনীল সেন বলছেন, 'একান্নবর্তী পরিবার মানে সুখ, দুঃখ, কান্না, অভিমান, ভালবাসা, অভিমান, অনুযোগ নিয়ে হয়। মাঝে মাঝেই ভুল বোঝাবুঝি হয়। আলাদা করে কোনও ভুল বোঝাবুঝি এই শ্যুটিং নিয়ে হয়নি। আমাদের বিশ্বাস, সবাই সহমত হয়েছেন। পরশুদিন ছুটি। একদিনের মধ্যে শ্যুটিং শুরু করা সম্ভব নয়। সেই কারণেই সবাই সিদ্ধান্ত নিয়েছেন সোমবার থেকে শ্যুটিং শুরু করার। সেটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
