Stree 2: গা ছমছম করা ভয়ের ছবি নিয়ে আসছে 'স্ত্রী ২'
Stree Movie Sequel: কিছুদিন আগে রাজকুমার রাও ইঙ্গিত দিয়েছিলেন ছবি সিক্যুয়েলের। আর এবার তা নিশ্চিত করলেন শ্রদ্ধা কপূর।
মুম্বই: ২০১৮ সালে মুক্তি পায় হরর কমেডি ছবি 'স্ত্রী' (Stree)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) ও রাজকুমার রাওকে (Rajkumar Rao)। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠীদের। কম বাজেটের ছবি হলেও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় 'স্ত্রী'। তার সঙ্গে প্রশংসিত হয় শ্রদ্ধা কপূর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠীদের অভিনয়। এবার সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে। কিছুদিন আগে রাজকুমার রাও ইঙ্গিত দিয়েছিলেন ছবি সিক্যুয়েলের। আর এবার তা নিশ্চিত করলেন শ্রদ্ধা কপূর। আসছে স্ত্রী ২ (Stree 2)..
রাজকুমার - শ্রদ্ধার হরর কমেডি 'স্ত্রী ২' আসছে-
সদ্যই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে বরুণ ধবনের ছবি 'ভেড়িয়া'র গান 'ঠুমকেশ্বরী'। গানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে শ্রদ্ধা কপূরকে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধবন ও কৃতী শ্যাননকে। তবে, 'ঠুমকেশ্বরী' গানে পারফর্ম করে দর্শকদের মন ঝড় তুলেছেন শ্রদ্ধা। সেই গানের প্রসঙ্গে কথা বলতে গিয়েই 'স্ত্রী' ছবির সিক্যুয়েলের কথা জানান অভিনেত্রী। বলেন, 'খুব ভালো লাগছে। সেটে ফিরে দারুণ অনুভূতি হচ্ছে। আমার কাছে আরও বেশি ভালোলাগার এটা যে, আমরা শীঘ্রই 'স্ত্রী ২' শুরু করতে চলেছি।' বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'স্ত্রী ২' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকে। ছবির শ্যুটিং কবে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুন - Kisi Ka Bhai Kisi Ki Jaan: সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে অলিম্পিক্স পদকজয়ী বক্সারকে
'স্ত্রী' ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন শ্রদ্ধা কপূর। তাঁর অভিনীত চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়। এছাড়াও রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর জুটিও দর্শকদের পছন্দ হয়। বলিউডে 'আশিকি ২' ছবি দিয়ে পা রাখেন শ্রদ্ধা কপূর। স্টার কিড হলেও নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করার চেষ্টা করছেন অভিনেত্রী। কিছুদিন আগেই তিনি জানান যে, অভিনয়ের পাশাপাশি বই লেখাও তাঁর পছন্দের।
প্রসঙ্গত, বড় পর্দায় বেশ কিছু সময় দেখা যায়নি শ্রদ্ধা কপূরকে। তবে, এবার একাধিক প্রোজেক্ট আসতে চলেছে তাঁর। শ্রদ্ধা কপূরকে শীঘ্রই দেখা যেতে চলেছে বেশ কিছু ছবিতে। বলিউড তারকা রণবীর কপূরের বিপরীতে একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। জানা গিয়েছে ছবিটি পরিচালনা করছেন লভ রঞ্জন। এছাড়াও 'স্ত্রী ২' এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।