Shraddha Kapoor: ব্রেকআপের গুঞ্জনের মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রদ্ধা কপূরের
যদিও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) কিংবা রোহন শ্রেষ্ঠা (Rohan Shrestha) কারও পক্ষ থেকেই এই খবর অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। এমনকি তাঁরা যে সম্পর্কে রয়েছেন, সে কথাও তাঁরা কখনও মুখে স্বীকার করেননি।
মুম্বই: সদ্যই ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার (Rohan Shrestha) সঙ্গে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) ব্রেকআপের গুঞ্জন শোনা গিয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, চার বছর সম্পর্কে থাকার পর একে অপরের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন তাঁরা। যদিও শ্রদ্ধা কপূর কিংবা রোহন শ্রেষ্ঠা কারও পক্ষ থেকেই এই খবর অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। এমনকি তাঁরা যে সম্পর্কে রয়েছেন, সে কথাও তাঁরা কখনও মুখে স্বীকার করেননি। ব্রেক আপের গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন শ্রদ্ধা কপূর।
ব্রেকআপের গুঞ্জনে ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রদ্ধার
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। গালে হাত দেওয়া একটি ছবি পোস্ট করেছেন. সঙ্গে লেখেন, 'আর বলুন....???' সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকা ও অভিনেত্রীর আত্মীয়রা। শ্রদ্ধার ভাই কমেন্টে লিখেছেন, 'তোমায় মিস করছি লিডাল রানি।'
আরও পড়ুন - Arjun Kapoor: মায়ের মৃত্যুবার্ষিকীতে অর্জুন কপূরের আবেগপ্রবণ পোস্ট দেখে চোখে জল নেট নাগরিকদের
নেট দুনিয়ায় সম্প্রতি কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, শ্রদ্ধা কপূর ও ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার গত চার বছর ডেটিং করার পর সম্পর্ক ছেদ করেছেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, অন্যান্য সময় শ্রদ্ধা কপূরের পারিবারিক নানা অনুষ্ঠানে দেখা যায় রোহন শ্রেষ্ঠাকে। কিন্তু সদ্য কিছুদিন আগে যাওয়া অভিনেত্রীর জন্মদিনে দেখা মেলেনি রোহনের। আর তারপর থেকেই উঠেছে প্রশ্ন। শোনা গিয়েছে চলতি বছর ফেব্রুয়ারিতেই ব্রেকআপ হয়েছে শ্রদ্ধা-রোহনের।
শক্তি কপূর আগে যা বলেছিলেন-
প্রসঙ্গত, কিছুদিন আগেই শক্তি কপূরকে শ্রদ্ধা ও রোহনের সম্পর্কে প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তখন তিনি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই তাঁর জীবনসঙ্গী নির্বাচন করবেন। আর তাতে কারও আপত্তি নেই। অর্থাৎ, বোঝা গিয়েছিল, শ্রদ্ধা কপূরের সঙ্গে রোহন শ্রেষ্ঠার সম্পর্কে আপত্তি ছিল না কোনও পরিবারেরই। তাহলে কী এমন হল? যার জন্য ব্রেকআপ হল শ্রদ্ধা-রোহনের?