এক্সপ্লোর
Advertisement
হেয়ারকাট বদলে নতুন লুক, 'প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক কই?' আক্ষেপ শ্রীলেখার
দিনভর কুয়াশা আর সেইসঙ্গে হালকা ঠাণ্ডা। কলকাতার সকালের আবহাওয়া ইদানিং কিন্তু বেশ আলস্যমাখা। তাই কি সাতসকালে প্রেমে মজলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র? সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন সদ্য ঘুমভাঙা এক ছবি। লিখলেন, 'প্রেম পাচ্ছে।'
কলকাতা: দিনভর কুয়াশা আর সেইসঙ্গে হালকা ঠাণ্ডা। কলকাতার সকালের আবহাওয়া ইদানিং কিন্তু বেশ আলস্যমাখা। তাই কি সাতসকালে প্রেমে মজলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র? সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন সদ্য ঘুমভাঙা এক ছবি। লিখলেন, 'প্রেম পাচ্ছে।'
ডিসেম্বরের মেঘলা সকাল। কুয়াশার চাদরে মোড়া চারদিক। ঘুম জড়ানো চোখে, নো মেক আপ লুকে আনমোড়া ভাঙছেন শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে ভালবাসতে ইচ্ছে করছে তাঁর।
সাত সকালে ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে মনের ইচ্ছা জানিয়ে দিলেন শ্রীলেখা। বরাবরই মনের কথা খুলে বলতে ভালবাসা শ্রীলেখার ‘ভীষণ’ প্রেম পাচ্ছে আজ। কিন্তু শুধু প্রেম পেলেই তো হল না। চাই একজন মনের মানুষ। তাঁকেই নাকি এখনও খুঁজে পাননি অভিনেত্রী। নিজের কপালকে সেই জন্য দুষে তিনি লিখলেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।’
সম্প্রতি নিজের নতুন হেয়ারকাটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। লেয়ার কাটে এক ধাক্কায় যেন অনেকটা বয়স কমেছে তাঁর। নতুন হেয়ারকাটে অগোছালো আরও একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশানে মজা করে লিখেছেন, 'নির্ঘাত মাথাটা গিয়েছে আমার'।
নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালবাসেন শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন প্রায় প্রতি মুহূর্তের আপডেট। দিন কয়েক আগেই মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে নেচে বাজিমাৎ করেছেন অভিনেত্রী। ফেসবুকে তার ছোট্ট একটি ক্লিপিংও পোস্টও করেছিলেন তিনি। এ ভাবেই পরিবার এবং অভিনয় নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে অভিনেত্রীর। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সিপিএম-এ যোগ দিতে চলেছেন অভিনেত্রী। তবে সেই গুজবকে এক ফুৎকরে উড়িয়ে দিয়ে শ্রীলেখা জানান, বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। কারণ অভিনয় এবং রাজনীতি একসঙ্গে সামলাতে পারবেন না তিনি। আপাতত শিল্পী হিসাবে নিজের কাজেই মন দিতে চান শ্রীলেখা।
কিছুদিন আগেই নিজের বিবাহবার্ষিকীতে প্রাক্তন স্বামীর ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। তার পাশে মেরুন বেনারসিতে ছিলেন নিজেও। ক্যাপশানে লিখেছিলেন, 'প্রাক্তন স্বামী এত হ্যান্ডসাম বলেই তারপর আর কাউকে মনে ধরল না।' শীতের শুরুতে শ্রীলেখার সোশ্যাল মিডিয়া দেওয়ার জুড়ে বিভিন্ন মোড়কে শুধুই প্রেমের কথা। ইতিমধ্যে নিয়মিত কসরত করে বেশ কিছুটা ফিট নায়িকা। তাই কোনও পুরুষের প্রেমে আপাতত না পড়লেও, নিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রীলেখা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
কলকাতা
Advertisement