Shreya Ghoshal on Bollywood: '১৬ বছরের মেয়েটাকে বিশ্বাস করেছিলেন ভনশালী', দেবদাসের স্মৃতিচারণায় শ্রেয়া
১৯ বছর আগেই একরত্তি আজ বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পী। শ্রেয়া ঘোষাল। আজ, দেবদাসের ১৯ বছর পূর্তিতে সোশ্য়াল মিডিয়ায় পুরনো স্মৃতি ওস্কালেন শ্রেয়া।
মুম্বই: মাত্র ১৬ বছর বয়সে প্রথম সুযোগ বলিউডের ছবিতে। অভিনয় করছেন শাহরুখ খান, ঐশ্বর্য্য রাই, মাধুরী দিক্ষীতের মত প্রথম সারির তারকারা। পরিচালনার দায়িত্ব বলিউডের অন্যতম সফল পরিচালক সঞ্জয় লীলা ভনশালীর হাতে। তবু ভয় পায়নি সেই ছোট্ট মেয়ে। বরং আঁকড়ে ধরেছিল সেই সুযোগকেই। তাঁর মিষ্টি কন্ঠ ছুঁয়ে গিয়েছিল সবার মন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯ বছর আগেই সেই একরত্তি আজ বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পী। শ্রেয়া ঘোষাল। আজ, দেবদাসের ১৯ বছর পূর্তিতে সোশ্য়াল মিডিয়ায় পুরনো স্মৃতি ওস্কালেন শ্রেয়া।
আজ একটি ট্যুইট করে শ্রেয়া লেখেন, '১৯ বছর আগে দেবদাস ছবির হাত ধরে বলিউডে পা রাখি আমি। এখনও আমার স্পষ্ট মনে আছে সেই স্মৃতি। বছরগুলো ঠিক ম্যাজিকের মতো। সঞ্জয় লীলা ভনশালীর কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব সেই ১৬ বছরের মেয়েটিকে বিশ্বাস করার জন্য'
মাত্র ৪ বছর বয়স থেকেই গান শিখতে শুরু করেন শ্রেয়া। ইচ্ছা ছিল সঙ্গীতশিল্পী হওয়ার। ৬ বছর বয়স থেকে শুরু হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ১৬ বছর বয়সে একটি গানের রিয়্যালিটি শো -এ যোগ দেন ও বিজয়ী হন শ্রেয়া। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি বঙ্গকন্যা শ্রেয়াকে। মুম্বইয়ের কলেজে আনবিক শক্তি নিয়ে পড়াশোনা শুরু করলেও কেবল গানের টানে কেরিয়ারের মোড় ঘুরিয়ে মিউজিক নিয়ে পড়াশোনা শুরু করেন শ্রেয়া।
তাঁর প্রথম বলিউডে কাজ শাহরুখ খান- ঐশ্বর্য্য রাই ও মাধুরী দিক্ষীত অভিনীত দেবদাস ছবি। এই ছবিতেই একাধিক প্লেব্যাকের সুযোগ পান শ্রেয়া। প্রথম ছবিতেই বাজিমাত। শ্রেয়া ঘোষালের গাওয়া 'বৈরি পিয়া' আর 'ডোলা রে' তখন ফিরছে দর্শকদের মুখে মুখে। কিন্তু এই সুযোগের পিছনে ছিল একটি মজার গল্প। রিয়্যালিটি শোর যেই সিজনে শ্রেয়া ঘোষাল জয়ী হন, সেটি নিয়মিত দেখতেন সঞ্জয় লীলা ভনশালির মা লীলা বনশালি। তিনিই প্রথম সঞ্জয় লীলা ভনশালিকে শ্রেয়ার কথা বলেন। মায়ের কথাকে বিশ্বাস করেই শ্রেয়াকে সুযোগ দিয়েছিলেন সঞ্জয়। আর তারপরেই ম্যাজিক।