Shreya Ghoshal on Rakhi: ছোটবেলার অদেখা ছবি শেয়ার করে ভাইকে রাখির শুভেচ্ছা শ্রেয়ার
রাখি পূর্ণিমায় সোশ্যাল মিডিয়ায় ছোট ভাইয়ের সঙ্গে না দেখা ছবি শেয়ার করে শুভেচ্ছাবার্তা দিলেন সঙ্গীতশিল্পী।
মুম্বই: লাল ঢোলা টি শার্ট আর জিন্স, ছোট ভাইকে ধরে দাঁড়িয়ে আছে ছোট্ট মেয়েটা। দেখলে বোঝার উপায় নেই, একরত্তি মেয়েটি এখন বলিউডের দাপুটে গায়িকা। শুধু কি তাই, ব্যক্তিগত জীবনে এখন নিজের নতুন মাতৃত্ব উপভোগ করছেন তিনি। শ্রেয়া ঘোষাল। রাখি পূর্ণিমায় সোশ্যাল মিডিয়ায় ছোট ভাইয়ের সঙ্গে না দেখা ছবি শেয়ার করে শুভেচ্ছাবার্তা দিলেন সঙ্গীতশিল্পী।
সোশ্য়াল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করে শ্রেয়া লিখেছেন, 'আমার ছোট্ট ভাইকে রাখির শুভেচ্ছা। তুমি আমার হৃদয়ের একটা অংশ। ভগবান সবসময় তোমায় রক্ষা করুন আর তুমি যা যা চাও, জীবনে তোমার সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয়। সোম, দিদি তোমায় ভালোবাসে।' ভাইকে ভাইফোঁটা দেওয়ার একটি ছবিও শেয়ার করেছেন শ্রেয়া।
গত ২২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রেয়া লেখেন, 'ভগবানে আশীর্বাদে আমাদের কোলে ছোট্ট পুত্রসন্তান এসেছে। এই আবেগ আগে কখনও অনুভব করিনি। শীলাদিত্য, আমি আর আমাদের পরিবারের সবাই ভীষণ খুশি। আশীর্বাদ আর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।'
শ্রেয়া ও শিলাদিত্য ছেলের নাম রেখেছেন দেব্যান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি শেয়ার করেন শ্রেয়া। সেখানে দেখা গিয়েছে, লাল পোশাকে ছেলেকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছেলের দিকে। পাশেই শিলাদিত্য। শ্রেয়া লিখেছেন, 'আলাপ করিয়ে দিই, ও দেব্যান মুখোপাধ্যায়। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর যখন ওকে প্রথমবার দেখি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।'
অভিনব কায়দায় নিজের সাধ উদযাপন করছিলেন 'মম টু বি' শ্রেয়া ঘোষাল। সেই সময় শ্রেয়াদিত্যের অপেক্ষায় ছিলেন শিলাদিত্য। কিন্তু কোভিড পরিস্থিতিতে কবলে পড়েও বাদ যায়নি শ্রেয়ার সাধের অনুষ্ঠান! প্রিয় বান্ধবীর সাধের রীতিনীতি পালন করতে হাজির হয়েছিলেন শ্রেয়ার গার্লস গ্যাং। মম টু বি লেখা স্যাসে পরে ল্যাপটপ স্ক্রিনের সামনে হাজির শ্রেয়াও। ভার্চুয়াল সাধ পালন হয়েছিল শ্রেয়ার। যদিও তাঁর পাতে ছিল বান্ধবীদের তৈরি করে পাঠানো বিভিন্ন পদ। শুধু কী খাবার! শ্রেয়ার জন্য উপহারও পাঠিয়েছিলেন সবাই। ল্যাপটপের সামনে বসেই পাত পেড়ে খেয়েছিলেন শ্রেয়া। আর মিষ্টি সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন হবু বাবা শিলাদিত্য। খাবার থালার ছবিও শেয়ার করেছিলেন শ্রেয়া। পাঁচ ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, পায়েস.. কী নেই সেখানে! খাবার সঙ্গে সঙ্গে শ্রেয়ার জন্য এসেছিল বিশেষ সব উপহারও। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লকডাউন নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল শ্রেয়ার লেখনিতে।