Shrimati: নিজের থেকে বয়সে ছোট সোহমের সঙ্গে প্রেম করেছিলেন স্বস্তিকা?
Film Shrimati: লাল বেনারসি, মাথায় ফুল সব মিলিয়ে দারুণ মানিয়েছে স্বস্তিকাকে। পাশে শার্ট-প্যান্ট চশমায় 'অনিন্দ্য' সোহম। নিজেদের পরিচয় দেওয়ার পরে তাঁরা বলছে শুরু করেছেন তাঁদের প্রেমের গল্প
কলকাতা: প্রেমে বয়স কখনোই বাধা হয় না। এই কথার প্রমাণ বারে বারেই পেয়েছে রিল থেকে রিয়েল লাইফ। সে কোনও তারকা জুটি হোক বা ব্যক্তিগত জীবনে আপনার আসেপাশে থাকা মানুষ। প্রেমে পড়লে আসল হয় মানুষটাই। সদ্য মুক্তি পাওয়া 'শ্রীমতী'-র টিজারে দেখা মিলল তেমনই এক প্রেমের গল্পের। পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত (Arjun Dutta)।
পরিচালক অর্জুন দত্তের হাত ধরে এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করলেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কেএসএস অর্থাৎ কান সিং সোধার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।
আরও পড়ুন: Top Entertainment News Today: কে কে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন রূপঙ্কর, শাহরুখের 'জওয়ান' লুক প্রকাশ্যে, বিনোদনের সারাদিন
আজ মুক্তি পেয়েছে এই ছবির টিজার। সেখানে পাশাপাশি বসে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। লাল বেনারসি, মাথায় ফুল সব মিলিয়ে দারুণ মানিয়েছে স্বস্তিকাকে। পাশে শার্ট-প্যান্ট চশমায় 'অনিন্দ্য' সোহম। নিজেদের পরিচয় দেওয়ার পরে তাঁরা বলছে শুরু করেছেন তাঁদের প্রেমের গল্প। সেখানেও লুকিয়ে খুনসুটি। কলেজ থেকেই নাকি প্রেম করছে অনিন্দ্য আর শ্রীমতী। তবে কলেজে শ্রীমতী অনিন্দ্যর সিনিয়ার ছিল। অর্থাৎ বয়সে অনিন্দ্যর থেকে বড় শ্রীমতী। তাই নাকি অনেকে তাদের ভাইবোনের জুটি বলে ডাকত। কথা বলতে বলতে মজা করে সোহম স্বস্তিকাকে 'দিদি' বলেও ডেকেছেন। তারপর দর্শকদের অনুরোধ করেছেন তাঁদের গল্প দেখতে আসার জন্য। 'শ্রীমতী' মুক্তি পাচ্ছে ৮ জুলাই।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান 'শোন শোন'। নতুন এই গানে শোনা গিয়েছে সোমলতার গলা। সঙ্গীতশিল্পী বলছেন, 'গানের কথা ও সুর দুটোই সৌম্য রিতের। ওর সঙ্গে এই প্রথম আমার কাজ। গানের কথা এবং সুরটা প্রথমবার শুনে আমার এতটাই ভালো লাগে যে আমি রাজি হয়ে যাই।'