Shruti Das: 'অঢেল অর্থ না থাকলেও এমন সম্পদের প্রাচুর্য চাই', কিসের ইঙ্গিত শ্রুতির?
Shruti Das on social media: তাঁর পোস্ট যেন প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিল, অভিনেত্রীদের জীবন সাদামাটাও হয়।
কলকাতা: এক জোড়া শাঁখা-পলা, আর একটা মাদুলি, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)-এর দেওয়ালে জ্বলজ্বল করছে এই ছবি। বিয়ে করে ফেললেন অভিনেত্রী? নাহ, ক্যাপশানে চোখ রাখতেই স্পষ্ট হয়ে যায় সবটা। এই জিনিস তাঁর প্রথম ধারাবাহিক 'ত্রিনয়নী'-র।
ধারাবাহিক শেষ হওয়ার পর সেই ধারাবাহিকে ব্যবহৃত জিনিস অনেক সময়েই সঙ্গে করে নিয়ে আসেন অভিনেতা অভিনেত্রীরা। দীর্ঘদিন ধরে একই চরিত্রে অভিনয় করতে করতে অনেক সময় ব্যক্তিগত জীবনের সঙ্গেও জড়িয়ে যায় পর্দার চরিত্র। ধারাবাহিক বামাক্ষ্যাপা শেষ হওয়ার পর ব্যবহৃত বস্ত্র, ত্রিশূল আর ছবি সঙ্গে করে নিয়ে এসেছিলেন অভিনেত্রী সব্যসাচী।
বাদ যাননি শ্রুতি। প্রথম ধারাবাহিক 'ত্রিনয়নী'-তে ব্যবহৃত শাঁখা-পলা ও মাদুলি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি। ৩ বছর পরে সযত্নে নিজের কাছে সেই সব জিনিস রেখে দিয়েছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করে শ্রুতি লিখেছেন, 'অভিশাপ না আশীর্বাদ? ত্রিনয়নী।আমি শিল্পী ইহাই আমার সম্পদ। অর্থের প্রাচুর্য না থাকলেও এমন সম্পদের প্রাচুর্য চাই আজীবন।'
অর্থের প্রাচুর্য্যের কথা উল্লেখ করে কি সদ্য খবরের শিরোনামে উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়ের ঘটনারই কী ইঙ্গিত দিতে চাইলেন তিনি? অর্পিতার পেশা অভিনয় বলে জানিয়েছেন তিনি। ছোটপর্দা ও বড়পর্দা মিলিয়ে বেশ কিছু অভিনয়ও করেছেন তিনি।
আপাতত অভিনয় থেকে দূরে শ্রুতি। রয়েছেন তাঁর বাড়ি কাটোয়ায়। তবে তাঁর পোস্ট যেন প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিল, অভিনেত্রীদের জীবন সাদামাটাও হয়।
View this post on Instagram