Gehraiyaan: দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে রণবীরের অনুমতি নিয়েছেন? বিস্ফোরক সিদ্ধান্ত চতুর্বেদী
এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, সেই দৃশ্যে শ্যুটিংয়ের আগে রণবীর সিংহের থেকে নাকি অনুমতি নিয়েছিলেন তিনি।
মুম্বই: সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'গহেরাইয়াঁ' (Gehraiyaan)। এই বলিউড ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), অনন্যা পাণ্ডে (Ananya Panday)। পরিচালক শকুন বত্রার এই ছবি ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। এই ছবিতে দেখানো বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, সেই দৃশ্যে শ্যুটিংয়ের আগে রণবীর সিংহের (Ranveer Singh) থেকে নাকি অনুমতি নিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধান্ত চতুর্বেদী।
এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত চতুর্বেদী জানান যে, নানা মাধ্যমে যে কথা ঘুরে বেড়াচ্ছে যে, তিনি নাকি দীপিকা পাড়ুকোনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে রণবীর সিংহের থেকে অনুমতি নিয়েছেন, এই বক্তব্য তাঁকে ক্ষুব্ধ করেছে। অভিনেতা বলেন, 'এটা একেবারেই সঠিক নয়। কারণ, আমরা প্রত্যেকেই পেশাদার। আমরা আমাদের মধ্যেকার সমীকরণ জানি। আমার মনে আছে, যখন এই ছবির শ্যুটিং শুরু হয়, কয়েকদিনের জন্য গোয়া এসেছিলেন রণবীর। আমরা একসঙ্গে সময় কাটাই, পার্টি করি। সবথেকে বড় কথা, আমি যখন এই ছবির জন্য সই করি, রণবীরই প্রথম ব্যক্তি যাঁকে আমি ফোন করেছিলাম। আর ও খুবই খুশি ছিল। 'গালি বয়' ছবির সময় থেকেই আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমার প্রেরণা ও। তাই এমন কোনও পরিস্থিতি আমাদের মধ্যে ঘটতেই পারে না। তার উপর দীপিকা নিজেও একজন পেশাদার অভিনেত্রী। তারপরও যখন লোকে এমন কথা বলে, তখন কী আর করার থাকতে পারে। লোকে নানা কথা বলবে। আমাদের তো আমাদের কাজ করে যেতে হবে।'
আরও পড়ুন - Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে হাজির হৃত্বিক রোশন, ছবি ভাইরাল
দীপিকা পাড়ুকোনর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদী আরও বলেন, 'আমার মনে হয়, আমরা এই সমস্ত দৃশ্য খুবই সঠিকভাবে শ্যুটিং করেছি। আমাদের ঘনিষ্ঠ দৃশ্যের পরিচালক ডর ছিলেন আমাদের সঙ্গে। তাছাড়া পরিচালক শকুন বত্রা নিজে সমস্ত কিছু সঠিকভাবে পরিচালনা করেছেন। তাই কোনও অভিনেতারই কোনও অসুবিধা হয়নি। ঘনিষ্ঠ দৃশ্য এই ছবির একটা অংশ মাত্র। গল্পের একটা অংশ। এবার দর্শক যাঁরা দেখছেন, তাঁদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁরা কীভাবে নিচ্ছেন।'
প্রসঙ্গত, 'গহেরাইয়াঁ' ছবিতে দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে দেখা যাবে তাঁর তুতোবোন টিয়া (অনন্যা পাণ্ডে)র হবু স্বামী জৈন (সিদ্ধান্ত চতুর্বেদী)র সঙ্গে সম্পর্কে জড়াতে।