Siddharth Kiara: বিয়ে হবে লোকচক্ষুর অন্তরালে, কী বিশেষ ব্যবস্থা নিয়েছেন সিদ্ধার্থ কিয়ারা?
Siddharth Kiara Update: আগেই জানা গিয়েছিল, এই বিয়েতে থাকবে নো ফোন পলিসি। অর্থাৎ, কেউ এই বিয়ের ছবি নিজের মোবাইলে তুলতে পারবেন না। প্রথম বিয়ের ছবি পোস্ট করবেন বর-কনেই
মুম্বই: বিয়ে নিয়ে তো স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু যে বিয়ে স্বপ্নের মতোই সুন্দর, সেই দিকে তাকিয়ে রয়েছে এখন গোটা দেশ। রাত পোহালেই সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। তাঁদের জন্যই বিশেষভাবে সেজে উঠছে সূর্যগড় প্যালেস। কিন্তু এই বিয়ে যাতে এক্কেবারে লোকচক্ষুর অন্তরালে থাকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন সিড-কিয়ারা।
কী সেই ব্যবস্থা? আগেই জানা গিয়েছিল, এই বিয়েতে থাকবে নো ফোন পলিসি। অর্থাৎ, কেউ এই বিয়ের ছবি নিজের মোবাইলে তুলতে পারবেন না। প্রথম বিয়ের ছবি পোস্ট করবেন বর-কনেই। তাও বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে। কিন্তু এখানেই থেমে থাকেননি সিদ্ধার্থ-কিয়ারা। পাপারাৎজিদের ক্যামেরাও যাতে পৌঁছতে না পারে, সেজন্য ১০ কিলোমিটারের মধ্যে থাকতে পারবেন না কোনও মানুষ বা গাড়ি। বিমানবন্দর থেকে যে রাস্তা সূর্যগড় প্যালেসের দিকে যাচ্ছে, সেই রাস্তা যেন এক্কেবারে জনশূন্য থাকে, সেই ব্যবস্থাই করেছেন তাঁরা।
আরও পড়ুন: Siddharth Kiara Marriage: সিদ্ধার্থ কিয়ারাকে আশীর্বাদ করবেন বিক্রম বত্রা, বলছেন 'শেরশাহ'-র প্রযোজক
তাঁদের প্রেমের গল্প শুরু হয়েছিল এই ছবির হাত ধরেই। পর্দায় সৈনিক বিক্রম বত্রা (Vikram Batra)-র চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। কার্গিল যুদ্ধে বীর যোদ্ধার মতোই লড়াই করে প্রাণ দিয়েছিলেন বিক্রম বত্রা। কিন্তু শুধু বীর সৈনিক নয়, বিক্রম বত্রার চরিত্র ছিল বেশ অন্যরকম। সেই চরিত্রকে সার্থকভাবে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের মন কেড়েছিলেন সিদ্ধার্থ। আর সেই ছবিতেই সিদ্ধার্থের প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)।
সেই গুঞ্জন শেষমেশ গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। রাত গড়ালেই সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্যালেসে বিয়ে হবে 'শেরশাহ' জুটির।