Siddharth Kiara Wedding: সূর্যগড় প্যালেসে সিদ্ধার্থ-কিয়ারার জন্য তৈরি হচ্ছে মণ্ডপ, কী তার বিশেষত্ব?
Siddharth Kiara Marriage: সূর্যগড়ের অপূর্ব সেই স্টেপওয়েলেই তৈরি হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মণ্ডপ। চারিদিকে সিঁড়ির সঙ্গে সঙ্গে এই স্টেপওয়েলটির মধ্যে একটি মঞ্চের মতো জায়গা রয়েছে
মুম্বই: যে বিয়ে এখন বলিউডের অন্দরমহল ছাড়িয়ে এক্কেবারে 'টক অফ দ্য় টাউন', সেই বিয়ের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইছে গোটা দেশ। কোন কোন তারকা সেখানে উপস্থিত হলেন, কার তৈরি পোশাকে সেজে উঠবেন কনে, কেমন হবে সেই সাজ... নজর থাকছে সবদিকেই। জানেন কি, ঠিক কী কী আয়োজন করা হয়েছে সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র সাত পাকের জন্য?
সূত্রের খবর, রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে রয়েছে এক বিখ্যাত স্টেপওয়েল। এই স্টেপওয়েল আসলে এক ধরনের কুয়ো। বিশাল বড় জায়গা জুড়ে এই কুয়ো আগেকার দিনে ব্যবহার করা হত জল সংরক্ষণের জন্য। ধাপে ধাপে নেমে যাওয়া সিঁড়িই এই কুয়োর বিশেষ সৌন্দর্য্য। জল না থাকলে বোঝবার উপায় নেই এটি একটি কুয়ো। উত্তরাখণ্ড ও রাজস্থানের বিভিন্ন প্রাসাদে দেখা মেলে এই স্টেপওয়েলের। সেখানে আর জল থাকে না বটে, কিন্তু পর্যটকদের মুগ্ধ করে এর সৌন্দর্য্য। শোনা যায়, নদীর সঙ্গে যুক্ত থাকত এই স্টেপওয়েলগুলি। জোয়ার ভাঁটার ওপর নির্ভর করত এখানে জল সংরক্ষণ।
আরও পড়ুন: Siddharth Kiara Wedding: পিছিয়ে গেল বিয়ের তারিখ, 'রোজ় ডে'-তে সিদ্ধার্থ-কিয়ারার সাত পাক
সূর্যগড়ের অপূর্ব সেই স্টেপওয়েলেই তৈরি হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মণ্ডপ। চারিদিকে সিঁড়ির সঙ্গে সঙ্গে এই স্টেপওয়েলটির মধ্যে একটি মঞ্চের মতো জায়গা রয়েছে। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ কিয়ারা। প্রসঙ্গত, এই সূর্যগড় প্যালেসে এর আগেও একাধিক বিয়ের আয়োজন করা হয়েছে। সেজন্য বিয়ের যাবতীয় আয়োজন থেকে শুরু করে অতিথিদের জন্য বিশেষ ঘর, সবই রয়েছে এখানে।
সূত্রের খবর, আজই মেহেন্দির রঙে রাঙা হয়ে ওঠার রাত কিয়ারার। সূর্যগড় ফোর্টে আজই আয়োজন করা হয়েছিল মেহেন্দির অনুষ্ঠানের। সেখানেই মেহেন্দি হওয়ার কথা কিয়ারার। আগামীকালই ফোর্টে পৌঁছে যাবেন অধিকাংশ অতিথিরা। তাঁদের স্বাগত জানাতে আয়োজন থাকবে ঢালাও খাওয়া দাওয়ার। সন্ধের জন্যও করা হবে বিশেষ আয়োজন।