Sidharth Malhotra: মঞ্চে 'ঘনিষ্ঠ' মুহূর্ত ভাইরাল! সিদ্ধার্থের বাহুডোরে রহস্যময়ী নারী, কিয়ারাকে 'সাবধান' করলেন অনুরাগীরা
Viral Video: ভিডিও ভাইরাল হতেই সরব নেট দুনিয়া। নেটিজেনদের কেউ কেউ আবার সিদ্ধার্থ পত্নী কিয়ারাকে সাবধানও করলেন। এক অনুরাগীর লেখেন, 'কিয়ারা নিজের স্বামীর দিকে নজর রেখো...'।
নয়াদিল্লি: 'যোদ্ধা' সিদ্ধার্থ মলহোত্র ('Yodha' Sidharth Malhotra) ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে, কার সঙ্গে ঘনিষ্ঠ হলেন অভিনেতা? কিয়ারা আডবাণী (Kiara Advani) নন, আর সেই কারণেই আরও আলোচনা। রীতিমতো ভাইরাল অভিনেতার সঙ্গে এই রহস্যময়ী নারীর 'ঘনিষ্ঠ' ব়্যাম্প ওয়াকের ভিডিও। কে এই মহিলা? কোথায় দেখা গেল তাঁদের একসঙ্গে? কী বলছে নেটপাড়া? (Viral Video)
মঞ্চে হাঁটালেন 'রহস্যময়ী' নারীর সঙ্গে, সিদ্ধার্থের ভিডিও ভাইরাল
ডিজাইনারদ্বয় শান্তনু ও নিখিলের হয়ে নয়াদিল্লির মঞ্চে হাঁটালেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। সঙ্গে রইলেন এক মহিলা মডেল। তাঁদের মঞ্চের রসায়ন রীতিমতো নজরকাড়া ছিল। ব়্যাম্পওয়াকের সময় কখনও দেখা গেল মডেলের কোমর ধরে একেবারে কাছে টানলেন তাঁকে অভিনেতা, কখনও জড়িয়ে দাঁড়িয়ে দিলেন পোজ। একটি ভাইরাল ভিডিওয় 'ঘনিষ্ঠ' মুহূর্ত ভাগ করে নিতেও দেখা গেল তাঁদের। তবে এই গোটাটাই কোরিওগ্রাফির অংশ। অর্থাৎ রীতিমতো রিহার্সাল করে পুরোটা মঞ্চস্থ করা হয়েছে।
তবে এই ভিডিও ভাইরাল হতেই সরব নেট দুনিয়া। মজা করে কেউ কেউ আবার সিদ্ধার্থ পত্নী কিয়ারাকে সাবধানও করলেন। এক অনুরাগীর লেখেন, 'কিয়ারা নিজের স্বামীর দিকে নজর রেখো...', আবার একজন লেখেন, 'ওই মহিলা সিদ্ধার্থের মোহে মুগ্ধ, কোনও দোষ নেই।' আবার একজন লেখেন, 'আমি বলে দিচ্ছি, আজ কিয়ারা খুব পেটাবে আপনাকে'। অপর এক অনুরাগীও সাবধান করে লেখেন, 'এবার সিদ্ধার্থের বাঁচার রাস্তা নেই... কে জানে কিয়ারা কী করবে।'
View this post on Instagram
কাজের ক্ষেত্রে, সিদ্ধার্থ মলহোত্রকে শেষ দেখা গিয়েছিল দিশা পাটনি ও রাশি খান্নার সঙ্গে 'যোদ্ধা' ছবিতে। বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে এই ছবি এবং দেশে ২৫ কোটি টাকা আয় করে, এবং বিশ্ববাজারে ১১ কোটির খানিক বেশি। সিদ্ধার্থের হাতে খানকয়েক বড় প্রোজেক্ট রয়েছে। অভিনয় দেওল পরিচালিত 'আখেঁ ২' রয়েছে যেখানে দেখা মিলবে অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত। এছাড়া জাহ্নবী কপূরের সঙ্গে তাঁকে 'স্পাইডার' ছবিতেও দেখা যাবে। এছাড়া পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ও পরিচালক শশাঙ্ক খৈতানের সঙ্গেও তাঁর কাজ করার কথা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।