(Source: ECI/ABP News/ABP Majha)
Bunty Bains: অল্পের জন্য প্রাণরক্ষা! মোহালির রেস্তোরাঁয় সিধু মুসেওয়ালা ঘনিষ্ঠ শিল্পী বান্টির ওপর হামলা
Moosewala Friend Bunty Bains: সূত্রের খবর, মোহালির সেক্টর ৭৯-এর এক রেস্তোরাঁয় ছিলেন বান্টি ব্যাঁস, যখন আততায়ী তাঁর ওপর হামলা চালায়। যদিও অক্ষত অবস্থায় ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন
নয়াদিল্লি: অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন সিধু মুসেওয়ালার (Sidhu Mooswala) ঘনিষ্ঠ অপর শিল্পী বান্টি ব্যাঁস (Bunty Bains)। পাঞ্জাবের জনপ্রিয় গীতিকার, গায়ক, যিনি সিধু মুসেওয়ালার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। অল্পের জন্য আজ রক্ষা পেলেন আততায়ীর হামলা থেকে, মোহালিতে (Mohali)।
অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন সিধু মুসেওয়ালা ঘনিষ্ঠ
একাধিক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পাঞ্জাবের মোহালির সেক্টর ৭৯-এর এক রেস্তোরাঁয় ছিলেন বান্টি ব্যাঁস, যখন আততায়ী তাঁর ওপর হামলা চালায়। যদিও অক্ষত অবস্থায় ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন সঙ্গীতশিল্পী। সূত্রের খবর, হামলার পর, বান্টি ব্যাঁস ১ কোটি টাকা চেয়ে হুমকি ফোনও পান।
ঘটনার কথা পুলিশের কাছে জানান বান্টি এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে এবং সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে কাচ ভাঙা জানলা ও কাঠের ফ্রেমে গুলির ছিদ্র। সূত্রের খবর, বান্টি ব্যাঁস এই হুমকি পেয়েছেন লাকি পাটিয়াল নামে এক ব্যক্তির কাছে থেকে। গুঞ্জন শোনা যাচ্ছে যে এই নামটি বাম্বিহা ও লরেন্স বিষ্ণোই গ্যাঙের সঙ্গে সম্পর্কযুক্ত।
এই ঘটনার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বান্টি। ভয়াবহ ঘটনার কথা মনে করে তিনি বলেন যে এরপর টাকা চেয়ে হুমকি ফোনও পান। ১ কোটি টাকা দাবি করা হয় তাঁর কাছে। যদি তা না করা যায়, তাহলে প্রাণে মারার হুমকি মেলে। সেখানেই জানা যায়, লাকি পাটিয়াল নামে এক ব্যক্তির থেকে হুমকি আসে বলে খবর। অনুমান করা হয় তিনি কানাডার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শ্যুটিংয়ের ঘটনার তদন্ত চলছে এখনও।
প্রয়াত সিধু মুসেওয়ালা-সহ একাধিক জনপ্রিয় পাঞ্জাবী সঙ্গীতশিল্পীই বিভিন্ন সময়ে স্বীকার করেছেন যে ব্যাঁস তাঁদের কেরিয়ারে কোনও না কোনওভাবে প্রভাব বিস্তার করেছেন। এমনকী, সিধু মুসেওয়ালার জীবদ্দশায় কাজকর্ম সমস্তই সামলাত বান্টি ব্যাঁসের সংস্থা।
আরও পড়ুন: Sidhu Moosewala: গুলিতে ঝাঁঝরা বিখ্যাত গায়ক, প্রায় ২ বছর পর সন্তান আসছে মা-বাবার কোলে!
২০২২ সালে সিধু মুসেওয়ালার মৃত্যু হয় আততায়ীর গুলিতে
২০২২ সালের মে মাসে সিধু মুসেওয়ালার প্রাণ যায় এক অপরিচিত গানম্যানের গুলিতে। ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। খবর মেলে, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর। পাঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার একদিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন। কংগ্রেসের হয়ে লড়েন ভোটে। তবে জিততে পারেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।