Sunil Grover Health: সুনীল গ্রোভারের দ্রুত আরোগ্য কামনায় উপচে পড়ছে সোশ্যাল মি়ডিয়া
অভিনেতা-প্রযোজক সিমি গারেওয়ালও সুনীল গ্রোভারের (Sunil Grover) অসুস্থতা চমকে উঠেছেন। এদিন নিজের টুইটার হ্যান্ডলে সিমি গারেওয়াল লিখেছেন, 'আমি তো অবাক যে সুনীল গ্রোভারের হৃদযন্ত্রে অপারেশন হয়েছে।'
![Sunil Grover Health: সুনীল গ্রোভারের দ্রুত আরোগ্য কামনায় উপচে পড়ছে সোশ্যাল মি়ডিয়া Simi Garewal prays for Sunil Grover's speedy recovery after his heart surgery Sunil Grover Health: সুনীল গ্রোভারের দ্রুত আরোগ্য কামনায় উপচে পড়ছে সোশ্যাল মি়ডিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/1bc7fe1c824728c69d36a145f967903d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover)। বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর হৃদযন্ত্রে অপারেশনও করাতে হয় বলে জানা গিয়েছে। কৌতুক অভিনেতার অসুস্থতায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। সুনীল গ্রোভারের দ্রুত আরোগ্য কামনায় অনুরাগী থেকে অন্যান্য তারকারা বার্তা পাঠাচ্ছেন নেট মাধ্যমে।
একটি ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করাকালীনই বুকে ব্যথা অনুভব করেন সুনীল গ্রোভার। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা হৃদযন্ত্রে অপারেশনের সিদ্ধান্ত নেন। হার্ট সার্জারির পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। সুনীল গ্রোভারের অসুস্থতার খবর জানার পর থেকে চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা। কোনও অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনায় লিখেছেন, 'এটা খুবই চমকে যাওয়ার মতো খবর। সুনীল গ্রোভার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনি আমাদের কাছে অত্যন্ত মুল্যবান। আপনাকে আরও অনেক কিছু পেতে হবে। আমাদের আরও হাসাতে হবে। আমাদের কাছ থেকে আপনার আরও অনেক অনেক ভালোবাসা পাওয়ার রয়েছে। প্রার্থনা করছি আপনার দ্রুত আরোগ্য কামনার।'
কোনও নেট নাগরিক আবার লিখেছেন, 'চমকে গেলাম। এত হাসিখুশি ভরা হৃদয় কীভাবে অসুস্থ হতে পারে। প্রার্থনা করছি ওঁর দ্রুত সুস্থতার।' এক অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, 'প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।' অভিনেতা-প্রযোজক সিমি গারেওয়ালও সুনীল গ্রোভারের অসুস্থতা চমকে উঠেছেন। এদিন নিজের টুইটার হ্যান্ডলে সিমি গারেওয়াল লিখেছেন, 'আমি তো অবাক যে সুনীল গ্রোভারের হৃদযন্ত্রে অপারেশন হয়েছে। আমাদের হৃদয়ে এত হাসি এত আনন্দ ভরে দিয়ে ওর নিজের এ কী অবস্থা। প্রার্থনা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। অসাধারণ প্রতিভা ও আর আমি ওর খুব বড় একজন অনুরাগী।'
আরও পড়ুন - Devoleena Bhattacharjee Engaged: বাগদান সারলেন 'গোপী বহু' দেবলীনা ভট্টাচার্য
প্রসঙ্গত, কপিল শর্মার (Kapil Sharma) জনপ্রিয় কমেডি শো 'দ্য কপিল শর্মা শো'-এ (The Kapil Sharma Show) 'গুট্টি' চরিত্রটিতে অভিনয় করার জন্য খুবই জনপ্রিয় হন সুনীল গ্রোভার। শুধু ছোট পর্দাই নয়, অভিনেতা কমেডিয়ান কাজ করেছেন বড় পর্দাতেও। কমেডির বাইরে গিয়ে সিরিয়াস চরিত্রে তিনি অভিনয় করেন অক্ষয় কুমারের 'গব্বর ইজ ব্যাক' ছবিতে। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'সানফ্লাওয়ার'-এ। যেটি পরিচালনা করেন বিকাশ বহেল। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে দেখা যায় রণবীর শোরে, গিরিশ কুলকার্ণি, সোনালি নাগরানি এবং আশিষ বিদ্যার্থীকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)