Sitaare Zameen Par: ভিকি কৌশলের 'ছাবা' -কে চ্যালেঞ্জ করছে 'সিতারে জমিন পর', কত আয় করল আমিরের ছবি?
Amir Khan: ভিকি কৌশলের ছবিকে ট্যালেঞ্জ করছে আমিরের 'সিতারে জমিন পর'

কলকাতা: আমির খানের ছবি 'সিতারে জমিন পর' (Sitaare Zameen Par) ২০ জুন মুক্তি পাওয়ার প্রথমদিন বক্সঅফিসে মাত্র ১০.৭ কোটি টাকা আয় করেছিল। দর্শকদের প্রত্যাশা ছিল যে সপ্তাহান্তে ছবির সংগ্রহ দ্বিতীয় দিনে বাড়বে, তবে কেউ আশা করেননি যে, ছবির আয় এতটাই বাড়বে যে সেটা নতুন রেকর্ড তৈরি করবে! বক্সঅফিসে 'সিতারে জমিন পর'-এর আয় এতটাই বেড়েছে যে সেটা কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি 'ছাওয়া' (Chawa) ছবির রেকর্ড ও প্রায় ছুঁয়ে ফেলেছে! ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'ছাবা' বক্সঅফিসে সাফল্য পেয়েছিল। আর 'সিতারে জমিন পর' কার্যত ছুঁয়ে ফেলেছে সেই রেকর্ডকে!
'সিতারে জমিন পর'-এর দ্বিতীয় দিনে 'ছাওয়া'-এর রেকর্ড ভাঙল
'সিতারে জমিন পর' প্রথম দিনে স্যাকনিল্কের (Sacnilk) মতে, ১০.৭ কোটি টাকা আয় করেছে, তবে দ্বিতীয় দিনে ছবির সংগ্রহে ৮৮.৭৯ শতাংশ বৃদ্ধি হয়ে ২০.২ কোটি টাকা হয়েছে। এই বছর মুক্তিপ্রাপ্ত এবং ৬০০ কোটির বেশি আয় করা ভিকি কৌশল অভিনীত ছবি 'ছাবা'ও তা করতে পারেনি। এই ছবি প্রথম দিনে ৩১ কোটির ওপেনিং পেলেও দ্বিতীয় দিনে ১৯.৩৫ শতাংশ বৃদ্ধি সহ মাত্র ৩৭ কোটি আয় করেছে। যেখানে আমির অনেক এগিয়ে গিয়েছেন।
'সিতারে জমিন পর'-এর রেকর্ড ভেঙেছে বছরের সব বড় ছবির
প্রথম এবং দ্বিতীয় দিনের আয়ের মধ্যে পার্থক্য দেখলে, এই বছর মুক্তিপ্রাপ্ত রেড ২, স্কাই ফোর্স, সিকান্দার এবং হাউসফুল ৫-এর মতো ছবিগুলির দ্বিতীয় দিনের আয়ে এত বড় লাফ-এর আগে দেখা যায়নি। যেমন স্কাই ফোর্স প্রথম দিনে ১২.২৫ কোটি টাকা আয় করার পরে, দ্বিতীয় দিনে ৭৯.৫৯ শতাংশ বৃদ্ধি সহ ২২ কোটি আয় করেছে। অন্যদিকে, রেড ২-এর আয় প্রথম দিনের (১৯.২৫ কোটি) পরে দ্বিতীয় দিনে ৩৭.৬ শতাংশ কমে মাত্র ১২ কোটি টাকা হয়েছে। হাউসফুল ৫-ও প্রথম দিনে ২৪ কোটি আয় করার পরে দ্বিতীয় দিনে মাত্র ৩১ কোটি আয় করেছে এবং এর আয়ের পার্থক্য ছিল ২৯.১৭ শতাংশ।
আগামী দিনে এই সিনেমাটি কত আয় করে সেটাই এখন দেখার।
View this post on Instagram






















