Tollywood News: বৃদ্ধের মেকআপে অচেনা টলি নায়ক, রাস্তাঘাটে ঘুরে বেড়ালেও চিনতে পারলেন না কেউ!
Tollywood News Update: নায়কের এই রূপটান করেছেন সোমনাথ কুণ্ডু

কলকাতা: এই লুকে নায়ককে কার্যত এর আগে কেউ দেখেননি। তাঁর মেক আপ এমনিই যে তা নিয়ে রাস্তা দিয়ে গেলেও কেউ চিনতে পারবে না।। নতুন ছবি 'বহুরূপ'-এর ছবি দেখে সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)-কে চেনাই দায়। নায়কের জন্মদিনের দিন এই ছবিতে সোহমের ৭টি লুক প্রকাশ পেয়েছিল। আর এবার শ্যুটিংয়ে সোহমের লুক থেকে কার্যত চমকে যেতে হল। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ.. তাঁর গোটা মুখে চামড়া কুঁচকে গিয়েছে, মাথায় সাদা চুল আর অনেকটা টাক। সোহমের এই মেক আপ করেছেন সোমনাথ কুণ্ডু (Somnath Kundoo)। ছবিটির পরিচালনায়, আকাশ মালাকার।
এই ছবি দেখে সোহম বলছেন, 'এই ছবিতে আমায় দেখলে কেউ চিনতে পারবেন না। রাস্তায় বেরিয়ে সবার সঙ্গে মিশে গেলেও, ঘুরে বেড়ালেও কেউ বুঝতে পারবে না। আমার বাবা, মা ও স্ত্রী ও আমায় এই লুকে দেখে চিনতে পারেননি। 'বহুরূপ' ছবিতে আমায় ৭টি আলাদা আলাদা লুকে দেখা গিয়েছে। মেক আপ শেষ হওয়ার পরে আমি নিজেই দেখে চমকে উঠেছিলাম। এক মুহূর্ত দেখে মনে হয়েছিল, আয়নায় নিজেকে নয়, আমার সামনে অন্য কেউ দাঁড়িয়ে রয়েছে। সোমনাথ কাকু নিখুঁতভাবে কাজটা করেছেন। আমরা ছোটবেলা থেকেই সোমনাথ কুণ্ডুকে সোমনাথ কাকু বলেই ডাকি। ওঁর কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। যখন শুনলাম, সোমনাথ কাকু আমার মেক আপ করবেন, ভিতর থেকেই একটা আত্মবিশ্বাস চলে আসে। যে চরিত্রগুলো দেখানো হয়েছে, সেগুলোর জন্য আমায় যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। পুরনো চিন্তাভাবনা থেকে সরে এসে অভিনয় নিয়ে আমায় নতুন করে ভাবতে হয়েছে। আমায় এভাবে ভাবার জন্য পরিচালককে অনেক ধন্যবাদ। প্রস্থেটিক মেক আপ আমি আগে অনেক দেখেছি, কিন্তু নিজে করিনি। কিন্তু আনন্দের পাশাপাশি, আমায় একটা ভয় তাড়া করছিল। এতগুলো চরিত্রকে আমি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারব তো। এতগুলো চরিত্র কেন এই ছবিতে প্রয়োজন, তা ছবিটি দেখলেই বোঝা যাবে।'
সোহমের এই লুক নিয়ে রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু বলছেন, 'সোহমকে আগে এর আগে কেউ দেখেননি। প্রত্যেকটা লুকেই অল্পবিস্তর প্রস্থেটিক মেকআপ করতে হয়েছে। বিশেষ করে একটা লুক রয়েছে, বৃদ্ধের। সেটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। প্রত্যেকটা লুক তৈরি করতে ঘণ্টা ৩ করে সময় লেগেছে। শুধুমাত্র চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতেই আমাদের অনেকটা সময় ব্যায় করতে হয়েছে। আশা করি ছবিটা মানুষের ভাল লাগবে।'






















