Soham Chakraborty: 'আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারিনি..', কোন ঘটনার কথা মনে পড়ল সোহমের?
Soham on New Film: এই প্রথম প্রস্থেটিক মেকআপে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে

কলকাতা: তাঁকে এক আগে এমন লুকে দেখেননি দর্শক । আর সেই লুক এমনই, যে অভিনেতাকে চেনাই দায় । এই প্রথম প্রস্থেটিক মেকআপে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে (Soham Chakroborty) । বুধবার শহর কলকাতায় মুক্তি পেল সোহমের নতুন ছবি 'বহুরূপ'-এর পোস্টার । আকাশ মালাকার পরিচালিত এই ছবিতে একাধিক লুকে দেখা যাবে অভিনেতা সোহমকে । তিনি ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ইধিকা পাল (Idhika Paul), দেবলীনা দত্ত (Debleena Dutta) ও কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee) ।
এই ছবি নিয়ে সোহম বলেছেন, 'এই ছবিতে আমার এমন এমন লুক রয়েছে যে আমায় কেউ চিনতেই পারবেন না । রাস্তা দিয়ে হেঁটে গেলেও, ভিড়ে মিশে থাকলেও আমায় কারোর চেনার সাধ্য় নেই । এমনকি আমার যাঁরা কাছের মানুষ, আমার বাবা, মা, স্ত্রী কেউই আমায় এই রূপটানে চিনতে পারবে না । 'বহুরূপ' ছবিতে আমায় ৭টি আলাদা আলাদা লুকে দেখা যাবে । মেকআপ শেষ হওয়ার পরে, আয়নায় নিজেকে প্রথমে দেখে চমকে উঠেছিলাম । মনে হচ্ছিল, আমি আয়নায় নিজের প্রতিচ্ছবি হিসেবে কোনও অন্য মানুষকে দেখছি । সে একটা অদ্ভুত অনুভূতি । সোমনাথ কাকু (সোমনাথ কুণ্ডু) অসাধারণ ধৈর্য্য নিয়ে নিখুঁতভাবে কাজটা করেছেন । ছোটবেলা থেকেই আমি ওঁকে কাকু বলি । আমি বলি, সোমনাথ কাকু শুধু একজন মেকআপ ম্যান নয়, একজন শিল্পী উনি । আমি যখন কাজটা নিয়ে বসি, ওর প্রস্তুতি দেখে আমি মুগ্ধ হয়ে যাই । সোমনাথ কাকু মেকআপ করলে নিজের ভেতর থেকেই একটা আত্মবিশ্বাস চলে আসে । পাশাপাশি, এই চরিত্রগুলোর জন্য আমায় ভীষণভাবে পরিশ্রম করতে হয়েছে । পুরনো চিন্তাভাবনা থেকে সরে এসে সবটা নতুন করে ভাবতে হয়েছে । তবে আমার একটা ভয় ও কাজ করছিল । প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা করে পর্দায় ফুটিয়ে তুলতে পারব তো? আমায় এই চরিত্রে ভাবার জন্য আকাশকে অনেক ধন্যবাদ ।'

সোহম আরও বলছেন, 'আমি দেখেছি প্রস্থেটিক মেকআপ কিভাবে করতে হয় । কিন্তু নিজে কখনও করিনি । আমি উৎগ্রীব ছিলাম কাজটা নিয়ে । অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হয় । প্রত্যেকটা লুক তৈরি করতে আমাদের ঘণ্টা ৩ সময় লাগত । তবে এই এতগুলো লুকের কি প্রয়োজনীয়তা, কি গল্প.. সেটা বলে দিলে সিনেমা দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে । সেটা দেখার জন্য় প্রেক্ষাগৃহে যেতে হবে ।'























