Soham on Fathers' Day: 'তুমি আমাদের মূল স্তম্ভটা..', ফাদার্স ডে-তে বাবার উদ্দেশে সোহম
Actor Soham Chakraborty on Fathers' Day: আজ 'ফাদার্স ডে'-তে সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন সোহম। ক্যাপশানে সোহম লিখেছেন, 'বাপি, তুমি আমাদের সবার জীবনের মূল স্তম্ভটা।
কলকাতা: হাসিমুখে বাবার মুখে কেক তুলে দিচ্ছেন তিনি। বাবার মুখেও হাসি, নাকি গর্ব? সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফাদার্স ডে (Fathers' Day)-তে ছবি শেয়ার করে নিলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।
একদিকে রাজনীতি অন্যদিকে ছবি, দুইই সমানভাবে সামলাচ্ছেন সোহম। সেইসঙ্গে প্রযোজনা সংস্থার কারও রয়েছে। সামনেই মুক্তি পাচ্ছে সোহমের নতুন ছবি শ্রীমতী (Sreemati)। সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সোহমের ছবি 'কলকাতার হ্যারি (Kolkatar Harry)'। সোহমের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-কে।
আরও পড়ুন: Fathers' Day Exclusive: বাবার সুগন্ধি আর ঘড়ি প্রিয়, কবীরের জন্যই কথা বলা বেড়েছে রাণের: কোয়েল
আজ 'ফাদার্স ডে'-তে সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন সোহম। ক্যাপশানে সোহম লিখেছেন, 'বাপি, তুমি আমাদের সবার জীবনের মূল স্তম্ভটা। সবসময় সুস্থ থাকো, ভালো থাকো।'
সদ্য নতুন ছবির ঘোষণা হয়েছে সোহমের। সুদেষ্ণা রায় (Sudeshna Roy) আর অভিজিৎ গুহর (Abhijit Guha) পরিচালনায় রুপোলি পর্দা পেতে চলেছে টলিউডের এক নতুন জুটিকে। সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। ছবির নাম 'অংশুমান এমবিএ' (Angshuman MBA)। শুধু সোহম আর কৌশানি নয়, এই ছবিতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta), রাজা চন্দ (Raja Chanda), ফলক রশিদ রায় (Falaque rashid Roy)। শ্যাডো ফিল্মস (Shadow Films) -এর প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি।
চলতি মাসের শেষ থেকেই সম্ভবত শ্যুট শুরু হবে। তেমনটাই জানিয়েছেন পরিচালক। নায়ক-নায়িকা ছাড়াও থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়, বিক্রম সহ জনপ্রিয় অভিনেতারা। গানের দায়িত্বে ‘বাবা বেবি ও...’ খ্যাত সঙ্গীতশিল্পী অমিত-ঈশান।
কলকাতাতেই প্রথম শ্যুট শুরু করবেন পরিচালক জুটি। তার পর পৌঁছে যাবেন শৈলশহর দার্জিলিং এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চলে। ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্যে রোহিত সৌম্য। এই ছবির হাত ধরেই বড় পর্দায় প্রথম পা রাখতে চলেছেন আভাস মুখোপাধ্যায়।