Solanki Roy: যে মাধ্যমেই কাজ করি না কেন, আমার দর্শক হারানোর ভয় নেই
Solanki Roy News: একটা সময় ছোটপর্দায় অনেক কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজে কাজ করার পরেও ফিরে এসেছেন ছোটপর্দায়। বর্তমানে কী বড়পর্দায় মন দিতে চান অভিনেত্রী?
কলকাতা: ছোটপর্দা দিয়ে তাঁর কেরিয়ার শুরু হলেও, তিনি বর্তমানে বেশি কাজ করতে চান বড়পর্দায়। শহর বদলেছেন, অডিশন দিচ্ছেন, নতুন করে যেন আবিষ্কার করছেন নিজেকে। ব্যক্তিগত জীবনকে চিরকালই আড়ালে রাখতে চান তিনি। ব্যক্তিগত কথা তাঁর মতে ব্যক্তিগত থাকাই ভাল। তাঁকে নিয়ে ওঠা বিভিন্ন গুঞ্জনে তাই কান দিতে চান না তিনি। নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন জীবনটাকে। সেখানে যেমন চ্যালেঞ্জ আসে, তেমনই আসে সুসময়ও। আরজি কর কাণ্ড, বাংলাদেশের পরিস্থিতিও সমানভাবে নাড়া দিয়ে যায় তাঁকে। রাজনৈতিক মতামত রয়েছে, তবে তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি। প্রত্যেকটা বিষয়েই তিনি কথা বলতে পছন্দ করেন সোজাসাপ্টাভাবে। তিনি শোলাঙ্কি রায়।। নতুন বছরে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'ভাগ্যলক্ষ্মী'। তাঁর আগে, এবিপি লাইভের সঙ্গে কথা বললেন অভিনেত্রী।
একটা সময় ছোটপর্দায় অনেক কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজে কাজ করার পরেও ফিরে এসেছেন ছোটপর্দায়। বর্তমানে কী বড়পর্দায় মন দিতে চান অভিনেত্রী? শোলাঙ্কি বলছেন, 'আমি এখন বড়পর্দাতেই কাজ করব বলে পরিকল্পনা করেছি। আমার ১২ বছরের কেরিয়ারের মধ্যে ১০ বছর আমি ছোটপর্দায় কাজ করেছি। ওটা আমার কাছে বাড়ির মতো। কিন্তু সিনেমার একটা আলাদা মজা রয়েছে। বড়পর্দায় নিজেকে দেখার একটা মজা রয়েছে। সেটা সবে সবে উপভোগ করা শুরু করেছি। সেটাতেই এখন থাকতে চাই। আর আমার ক্ষেত্রে একটা বিষয় সত্যি.. আমায় যে দর্শকেরা ছোটপর্দায় দেখেছেন, তাঁরা কিন্তু প্রেক্ষাগৃহে আমার ছবি দেখতে যান। ওটিটিতেও আমার কাজ দেখেন। তাই দর্শক হারানোর ভয় আমার নেই। গত ১২ বছর ধরে ওঁরা আমার সঙ্গে রয়েছেন। আমার ধারণা ভবিষ্য়তেও থাকবেন।'
যে বছরটা ফেলে এসেন শোলাঙ্কি, সেই বছরটা তাঁকে কী কী দিল? শোলাঙ্কি বলছেন, 'এই বছরটা আমার কাছে একটা শিক্ষণীয় বছর। অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি ২০২৪-এ। আমার কাজের ক্ষেত্রে, শহর পরিবর্তনের ক্ষেত্রে.... অনেক নতুন মানুষের সঙ্গে আলাপ হয়েছে। নিজের কিছু কিছু উপলদ্ধি হয়েছে। অনেক কিছু শিখেছি। মুম্বইতে গিয়ে দেখেছি অনেক তাবড় তাবড় অভিনেতারাও অডিশন দিচ্ছেন। আমি তো তাঁদের কাছে খুবই ক্ষুদ্র। এই বছরটা যত শেষ হচ্ছে, মনে হচ্ছিল একটা সার্কেল কমপ্লিট হচ্ছে। ২০২৫ সালে আবার নতুন করে সব কিছু শুরু হবে। জানি না.. কিন্তু আমার মন বলছে।'