Sonakshi Sinha: চলতি মাসেই প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে সোনাক্ষী? কবে-কোথায় বসছে আসর?
Sonakshi Sinha Marriage: চলতি মাসের ২৩ তারিখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী। দীর্ঘদিনের প্রেমিকা জাহির ইকবালের সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী।
কলকাতা: তিনি আগেই স্বীকার করেছিলেন, বিয়ে করার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তিনি। আর চলতি মাসেই কি ছাদনাতলায় অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা উস্কে দিলেন সেই জল্পনাই। ঠিক কী বলেছেন অভিনেত্রী?
সম্প্রতি, ইন্ডিয়া টুডে-র সূত্র অনুযায়ী, চলতি মাসের ২৩ তারিখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী। দীর্ঘদিনের প্রেমিকা জাহির ইকবালের সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী। পরিবারের সূত্রে খবর, এই কথা এতদিন একেবারেই গোপন রেখেছিলেন সোনাক্ষী সিংহের পরিবার। কিন্তু ওই যে.. 'গোপন কথাটি রবে না গোপনে'। রবিবার রাতেই ছড়িয়ে পড়ল সোনাক্ষীর বিয়ের খবর। তবে এই খবরে এখনও সিলমোহর দেননি অভিনেত্রী।
সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত বলিউডে। সদ্য, সোনাক্ষীর হাতের হীরের আংটি দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁর বোধহয় বাগদান সারা রয়ে গিয়েছে। তবে সেই সময়ে এবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে 'গুঞ্জন যে সত্যি' সেই কথাই লেখা হয়েছে সোনাক্ষীর বিয়ের কার্ডে। ইতিমধ্যেই বিবাহের যাবতীয় আয়োজন সারা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, মুম্বইতেই বিয়ে করবেন শত্রুঘ্ন সিংহের কন্যা। খুব কাছের কিছু বন্ধুরা ও পরিবারের মানুষজন উপস্থিত থাকবে এই বিয়েতে। সোনাক্ষীর বিয়ের জন্য যে কার্ড ডিজ়াইন করা হয়েছে, তার ওপরে লেখা হয়েছে, গুঞ্জনই সত্যি।
সদ্য 'হীরামাণ্ডি' ওয়েব সিরিজে নজর করেছেন সোনাক্ষী। সেখানে রেহানার চরিত্রে নজর কেড়েছেন সোনাক্ষী। সঞ্জয় লীলা ভনশালীর এই সিরিজ যথেষ্ট প্রশংসিত হয়েছিল। শোনা যাচ্ছে, এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনও আসবে। ইতিমধ্যেই অভিনব কায়দায় ঘোষণাও করা হয়েছে। সেখানেও দেখা যাবে সোনাক্ষীকে। তবে কেবল হীরামাণ্ডি নয়, সোনাক্ষীর হাতে রয়েছে আরও একাধিক কাজ। সদ্য জন্মদিন গিয়েছে সোনাক্ষীর। নিজের মতো করেই উদযাপন করেছিলেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Priyanka Chopra: 'ভাগ্যিস মালতি আপনার মতো মা পেয়েছিল', প্রিয়ঙ্কা চোপড়াকে কেন বললেন অনুরাগী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।