Sonam Kapoor: 'সন্তানের জন্ম দেওয়া খুব স্বার্থপর সিদ্ধান্ত', কেন এমন বললেন সোনম?
সম্প্রতি সোনম এক সাক্ষাৎকারে জানালেন যে, সন্তানের জন্ম দেওয়া খুব স্বার্থপর সিদ্ধান্ত। অভিনেত্রীর এমন কথায় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে অনুরাগীদের মনে। আচমকা কেন এমন বললেন তিনি?
মুম্বই: সদ্যই সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। ২০ অগাস্ট পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। মা হতে চলার খবর আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন। এবার মা হওয়ার সুখবরও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানালেন যে, সন্তানের জন্ম দেওয়া খুব স্বার্থপর সিদ্ধান্ত। অভিনেত্রীর এমন কথায় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে অনুরাগীদের মনে। আচমকা কেন এমন বললেন তিনি?
সন্তানের জন্ম দেওয়া প্রসঙ্গে সোনম কপূর-
সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মিষ্টি একটি বার্তা দিয়ে লেখেন, '২০ অগাস্ট ২০২২ আমরা আমাদের সন্তানকে স্বাগত জানিয়েছি। চিকিৎসক, নার্স, বন্ধু এবং অবশ্যই পরিবারের সদস্যদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যেভাবে সবাই আমাদের এই জার্নিতে পাশে থেকেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এটা সবেমাত্র শুরু। আমরা জানি আমাদের জীবন চিরকালের মতো বদলে গেল। সোনম এবং আনন্দ।' সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানের জন্ম দেওয়াকে স্বার্থপর সিদ্ধান্ত বললেন অভিনেত্রী।
সোনম কপূর বলেন, 'অগ্রাধিকার বদলে যায়। আমার মনে হয় সন্তান শুধুমাত্র আমারই থাকবে। আসলে সত্যিটা হচ্ছে, ওরা মানে সন্তানরা তো নিজেরা বেছে নিয়ে এই পৃথিবীতে আসে না। আমরাই ওদের এই পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। তাই এই সিদ্ধান্ত সত্যিই বড় স্বার্থপর।'
আরও পড়ুন - Vivek Agnihotri: কেন বলিউডকে 'বয়কট' করছে মানুষ? বিস্ফোরক 'দ্য় কাশ্মীর ফাইলস' পরিচালক
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে মা হতে চলার খবর প্রকাশ্যে জানান সোনম কপূর। আনন্দ আহুজার সঙ্গে মেটারনিটি ফোটোশ্যুট করে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা। গতকাল অর্থাৎ ২০ অগাস্ট তিনি মা হওয়ার খবর জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। দিয়া মির্জা থেকে বি টাউনের অন্যান্য তারকা এবং সাধারণ নেটিজেনরা সোনম কপূরকে শুভেচ্ছা জানিয়েছেন। দিয়া মির্জা লিখেছেন, 'অনেক অনেক অভিনন্দন। আর সদ্যোজাতর জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ।' অভিনেত্রী করিনা কপূর খান, সদ্য বাবা-মা হওয়া সোনম এবং আনন্দের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও মালাইকা অরোরা, অমৃতা অরোরা, জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ থেকে মাধুরী দীক্ষিত সকলেই সোনম কপূর, আনন্দ আহুজাকে মা-বাবা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এবং তাঁদের সদ্যোজাত সন্তানকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়েছেন।