Mahesh-Soni Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে মহেশ ভট্টকে ভালবাসায় ভরা বার্তা সোনি রাজদানের
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি পুরনো ছবি পোস্ট করেছেন সোনি রাজদান। মহেশ ভট্টকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'এই বাঁধনকে ক্ষয় করতে পারে না বয়স। ম্লান করতে পারে না ভালোবাসাকেও।'
![Mahesh-Soni Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে মহেশ ভট্টকে ভালবাসায় ভরা বার্তা সোনি রাজদানের Soni Razdan pens sweet note for her 'old chap' Mahesh Bhatt on their 36th wedding anniversary , know in details Mahesh-Soni Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে মহেশ ভট্টকে ভালবাসায় ভরা বার্তা সোনি রাজদানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/4955272b23b56d374dd3c1e165e6183a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ বিবাহবার্ষিকী (Wedding Anniversary) মহেশ ভট্ট (Mahesh Bhatt) এবং সোনি রাজদানের (Soni Razdan)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পুরনো দুটি ছবি পোস্ট করে মহেশ ভট্টকে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন সোনি রাজদান। রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে মিটতেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। কাজে যোগ দিয়েছেন রণবীর-আলিয়া দুজনেই। দুই তারকার বিয়েতে মহেশ ভট্ট এবং সোনি রাজদান দুজনকেই বিশেষভাবে যোগ দিতে দেখা যায়। এবার বিবাহবার্ষিকী উপলক্ষে মহেশের প্রতি সোনির ভালোবাসায় ভরা বার্তায় উচ্ছ্বসিত নেট নাগরিকরা।
বিবাহবার্ষিকীতে সোনি রাজদানের পোস্ট-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি পুরনো ছবি পোস্ট করেছেন সোনি রাজদান। মহেশ ভট্টকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'এই বাঁধনকে ক্ষয় করতে পারে না বয়স। ম্লান করতে পারে না ভালোবাসাকেও। এই উক্তি যেমন ক্লিওপেট্রার জন্য ব্যবহার করা হয়, তেমনই ব্যবহৃত আমাদের বিয়ের ক্ষেত্রেও।'
আরও পড়ুন - Gangubai Kathiawadi on Netflix: নেটফ্লিক্সে আসছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কবে থেকে হাতের মুঠোয় পাবেন?
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। সম্প্রতি এক ব্যক্তি জানিয়েছেন যে, আলিয়া ভট্টের মা সোনি রাজদান বিয়েতে জামাইকে বহুমূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছেন। যার দাম আড়াই কোটি টাকা। যে দামী ঘড়ি রণবীরকে উপহার দিয়েছেন সোনি রাজদান, তা সহজে মেলে না। তবে, জামাইয়ের জন্য বিশেষভাবে সেই উপহার আনিয়েছেন তিনি বলেই জানা গিয়েছে। বিয়ে মিটতেই আলিয়া ভট্টের মা সোনি রাজদান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করেন। তিনি লেখেন, 'সবাই বলে যে তুমি একটা ছেলেকে পেলে আর মেয়েকে হারালে। আমি বলি, আমরা একটা অসাধারণ ছেলেকে পেলাম, একটা অসাধারণ পরিবার পেলাম। আর অবশ্যই আমার সুন্দরী মেয়ে সেখানে সবসময় রয়েছে আমার জন্য। রণবীর আর আলিয়া তোমাদের শুভেচ্ছা জানাই অনেক ভালোবাসা, আলো, সুখ, হাসি আর একটা নতুন শুরুর জন্য- তোমাদের মা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)