Sonu Sood: আইসক্রিম বিক্রেতাকে সাহায্য গিয়ে নস্ট্যালজিক সোনু, বললেন ছোটবেলার কথা
Sonu Sood News: সবসময়েই সমাজে যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করেন সোনু সুদ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রোডিজের সেটের একটি ভিডিও
মুম্বই: তিনি সবসময়েই হাঁটেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের থেকে একটু অন্য পথে। অনায়াসে নেমে আসেন সাধারণ মানুষের মধ্যে, মিশে যান সবার সঙ্গে। শুধু কী তাই? সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড শুরু করেছেন তিনি। সেখানে তিনি নিয়মিতভাবে সাহায্য করার চেষ্টা করেন সেই সমস্ত ব্যবসায়ীদের, যাঁরা ছোট ব্য়বসার সঙ্গে যুক্ত। তাঁদের হয়ে প্রচার করার চেষ্টা করেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। ফের প্রকাশ্যে এল এমনই একটি ভিডিও।
নিজের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনু। এই ভিডিও তিনি করেছেন আগ্রার এক আইসক্রিম বিক্রেতার সঙ্গে। তিনি বিস্কুট কোনে আইসক্রিম ভরে তুলে দিচ্ছেন ছোটদের হাতে। সোনু সুদকে বলতে শোনা গেল, 'ছোটবেলায় পাড়ায় যখন আইসক্রিম বিক্রেতা আসতেন, তখন এমনই আনন্দে ভরে উঠত গোটা পাড়া। শিশুরা ছুটত আইসক্রিম খেতে। এখানেও দেখা গেল তেমনই ছবি। এরপর ক্যামেরা ঘোরাতেই দেখা গেল, এক আইসক্রিম বিক্রেতাকে ঘিরে উপচে পড়ছে শিশুদের ভিড়। সোনু তাঁর কাছে যান, কথা বলেন, দেখান তাঁর আইসক্রিম দেওয়ার পদ্ধতিও। এভাবে প্রচার করেই তিনি চিরকাল পাশে দাঁড়াতে চান ছোট ব্যবসায়ীদের।
সবসময়েই সমাজে যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করেন সোনু সুদ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রোডিজের সেটের একটি ভিডিও। রোডিজের শ্যুটিং করতে এসে, কালো পোশাকে হঠাৎ তিনি নেমে পড়লেন ধোসা বানানোর কাজে। নিপূণ হাতে ব্যাটার তাওয়ায় ছড়িয়ে হালকা সেঁকে নিলেন, তারপরে তাতে ভরে দিলেন তরকারির পুর। সেই ধোসা ভাঁজ করে তুলে দিলেন তাঁরই সহকর্মী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-র প্লেটে।
শুধু এখানেই থামেননি সোনু, নিজের হাতে ভেজে ফেললেন বটুরাও। কালো পোশাকে নিজের এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সোনু। সঙ্গে লিখেছেন, কেউ যদি ধোসা বা ছোলে বটুরায় আগ্রহী হন, তাহলে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে তিনি হ্যাশট্যাগ যোগ করে নিয়েছেন ছোট ব্যবসায়ীদের সমর্থন করার জন্যই তাঁর এই পদক্ষেপ।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন